আশাকরি সবাই ভাল আছেন। টিউনের প্রথমে টেকটিউনস কে ধন্যবাদ জানাই কারন আমার ইন্টারনেটের বেশিরভাগ এখান থেকেই শেখা। আজ যাকিছু করছি তার অবদান টেকটিউনস এর আর সেইসব টিউনার ভাইদের ধন্যবাদ জানাই যাদের টিউন থেকে অনেক কিছু শেখা। আজকে আমি কথা বলব গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট নিয়ে। কিভাবে আপনি খুব সহজে গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট এর অনুমতি পাবেন ১০০০%। গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট নিয়ে টেকটিউনস এ অনেক টিউটোরিয়াল/টিউন রয়েছে তারপরও আজ আমার এই টিউনটি করা। কারন এক সময় আমি অনেক চেষ্টা করেও গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট এর অনুমতি পায়নি তার কারন আমার জানার মধ্যে ভুল ছিল। গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন এমন কিছু না। আপনি কিছু নিয়ম জানলে খুব সহজে গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট এর অনুমতি পাবেন। আপনাকে অনেক টিউন, অনেক এসইও, ৬মাস অপেক্ষা করতে হবে এমন কোন নিয়ম নেই। মাত্র ১মাসেই আপনি গুগল ননহোস্ট এডসেন্স একাউন্ট নিয়ে নিতে পারবেন। যাইহোক আপনি নিচের এই ভিডিওটা দেখে নিন কোন প্রশ্ন থাকলে ভিডিওর নিচে টিউমেন্ট করবেন আমি আপনাদের সম্পূর্ন সাহায্য করব।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।