যারা টুক টাক ব্লগিং করেন বা করার চেষ্টা করেছেন তাদের সবাই গুগল এডসেন্সের কথা শুনেছেন। এটা থেকে আয় করা যায় তাও জানেন। অনেকেই নিজেও একটা এডসেন্স একাউন্ট পাওয়ার আশা করেন। আমি এখানে ইউটিউবের এডসেন্স সম্পর্কে বলছিনা বলছি ব্লগে গুগল এডসেন্স সম্পর্কে। নেটে গুগল এডসেন্স লিখে সার্চ করলেই দেখতে পাবেন হরেক রকমের তথ্য! কেউবা বলেন এটি পাওয়াই প্রায় অসম্ভব ব্যাপার আবার কেউবা বলেন পেলেও রক্ষা করা কঠিন আবার অনেকেই পরামর্শ দেন এর বিকল্প খোঁজার! আবার অনেকেই হতাশ হয়ে এটাকে নাম দিয়েছেন সোনার হরিণ! আমাদের দেশে সরকারি চাকুরীকে যেমন সোনার হরিণ বলা হয় আরকি!
সত্যি কথা বলতে কি আমার নিজেরও প্রথমে এরকমই ধারণা ছিলো নেট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে। আমি নিজেও অনেক বিকল্প খুঁজেছি! এমনকি এমাজনের CPM এড পর্যন্ত ব্যবহার করেছি যদিও এটি পাওয়াও গুগল এডসেন্স পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়! এমাজন নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ এই আর্টিকেলে এটি প্রাসঙ্গিক নয়। আরো কতো যে এড নেটওয়ার্কে চেষ্টা করেছি তার সবগুলোর নামই স্মরণ নেই! অনেক ভালো মন্দ এড নেটওয়ার্কেই চেষ্টা করেছি! শেষ পর্যন্ত দেখা যায় একেকটার একেক রকমের কঠিন কঠিন শর্ত! বিভিন্ন ফোরামেও এদের রিভিউ পড়েছি! শেষ পর্যন্ত ঘুরে ফিরে সবাই স্বীকার করে গুগল এডসেন্সই সবদিক থেকে সুবিধাজনক এবং ভালো ও বিশ্বস্ত!
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
উত্তর : জ্বী ভাই আপনার কথা মানছি। আর কথা দিচ্ছি লেখাটি সম্পূর্ণ পড়লে অবশ্যই নতুন কিছু পাবেন যা সচরাচর কেউ বলেনা। তবে আগেই বলে নিই যদিও আমার এই ব্লগে আপনারা নিজেই গুগল এডসেন্স দেখতে পাচ্ছেন তবুও আমি কোনো বিশেষজ্ঞ নই এবং বিশেষজ্ঞ হওয়ার ভানও করছিনা। কিন্তু অনেক ব্লগারই দেখবেন গুগল এডসেন্স নিয়ে এমনভাবে টিউন লেখে পড়লে মনে হয় সবজান্তা শমশের! আসলে তাদের বেশিরভাগ লেখাতেই দেখা যায় এক জনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্য সাংঘর্ষিক!এর একটাই কারণ আর তা হলো সঠিক তথ্য না জেনে, অনুমান করে উত্তর দেয়া! কাজেই একেক জায়গায় একেকরকম তথ্য দেখে বিভ্রান্ত হবেননা।
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
উত্তর : আসলে গুগল এডসেন্স হেল্প বা সাপোর্ট সেন্টারে এডসেন্স সম্পর্কে সব তথ্যই আছে। সরাসরি সেখান থেকে জানলে সম্পূর্ণ সঠিক তথ্যটি পাওয়া যায়। তবে সবগুলো লেখা পড়তে অনেক সময়ের প্রয়োজন। আর সব প্রশ্নের সরাসরি উত্তর অবশ্য পাওয়া যায়না। এমন অনেক প্রশ্নই মনে আসে যার উত্তর সরাসরি সেখানে নেই। যেসব প্রশ্নের সরাসরি উত্তর নেই সে বিষয়ে আমি কোনো অনুমাননির্ভর উত্তর দেবো না বরং আমার এডসেন্স পাওয়ার ক্ষেত্রে বাস্তবে কি ঘটেছে শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকবো তাহলে কোনো ভুল তথ্য দেয়ার আর কোনো সম্ভাবনা থাকে?
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
উত্তর : জ্বী যায়, আমি নিজেই জলজ্যান্ত প্রমাণ! এমন বাধ্যবাধকতা নেই যে আগে কোনো টপ লেভেল ডোমেইন নিয়ে এপ্লাই করতে হবে! আমি সরাসরি এই ব্লগেই এপ্লিকেশন করেছি আর এপ্রুভও হয়েছে। আর বাংলা লেখায় গুগল এড দেয় এটা এখন পুরনো খবর।
প্রশ্ন : কিভাবে এডসেন্স পাওয়ার জন্য এপ্লিকেশন করতে হয়?
উত্তর : এটা একেবারেই সাধারণ প্রশ্ন আর এটা নিয়ে কোনো কনফিউশন নেই। একটু ঘাটাঘাটি করলে নিজেই উত্তর খুঁজে পাবেন। আর এটুকু যে নিজে নিজে খুঁজে বের করতে পারেনা তাঁর এ লাইনে আসাই উচিত হবেনা। এটা নিয়ে বর্ননা দিতে গেলে অনেকেই বিরক্ত হবেন কারণ একই জিনিসের অযথা পুনরাবৃত্তি ছাড়া সেটা আর কিছুই হবেনা!
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
উত্তর : এইটা নিয়েই অনেকে বিভ্রান্তি ছড়ায়! কেউ বলে ব্লগের বয়স কমপক্ষে ছয়মাস হতে হবে আবার কেউ বলে ছয়মাস হওয়ার প্রয়োজন নেই! ভালো লেখা হলে তিন চার মাসেই এডসেন্স পাওয়া যায়! তাহলে কার কথা বিশ্বাস করবেন? এক্ষেত্রে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতার কথা! আমি প্রথমে আমার এই ব্লগের বয়স ছয়মাস পূর্ণ হওয়ার আগেই এডসেন্স এপ্লিকেশন করেছিলাম! গুগল এপ্লিকেশন রিজেক্ট করে ইমেইল করেছিলো। সেখানে এপ্লিকেশন রিজেক্ট হওয়ার যে কারণ উল্লেখ ছিলো তার একটিতে স্পষ্ট বলা ছিলো যে ব্লগের বয়স কমপক্ষে ছয়মাস হতে হবে এডসেন্স পেতে হলে। কাজেই এ নিয়ে আর কোনো তর্কে যেতে চাইনা।
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
উত্তর : এটি নিয়েও চরম বিভ্রান্তি দেখতে পাবেন গুগলে সার্চ করলে! কেউ বলে ২৫/৩০ কেউ বলে ৫০+ আবার কেউবা বলে ১০০+! এক্ষেত্রেও আমি শুধু নিজের অভিজ্ঞতাই বলবো। আমার এই ব্লগটি এপ্রুভ হওয়ার সময় টিউন ছিলো মাত্র ১৮ টি! অবশ্য এর চেয়েও কম টিউনে কেউ পেয়ে থাকলে আমার জানা নেই। কাজেই নতুনদের ঘাবড়ানোর কারণ নেই! পেলেন তো সাহস? প্রশ্ন : লেখার আকার কমপক্ষে কতো শব্দের হতে হবে? উত্তর : কেউ বলে ৫০০ আবার কেউ বলে ১০০০ শব্দের হতে হবে! আমার ১৮ টি টিউনের বেশ কয়েকটি লেখাই ছিলো মাত্র ৪/৫ লাইনের! প্রশ্ন : লেখার মান কেমন হতে হবে? কপি পেস্ট করা যাবে?
উত্তর : কপি পেস্ট যে করা যাবেনা সেটা গুগল স্পস্টই বলে দিয়েছে! আমিও কপি পেস্ট করিনি। যা লেখা হয়েছে সব নিজ থেকেই লেখা। তবে তারমানে এই নয় যে নেট থেকে কোনো তথ্য নেয়া যাবেনা। প্রয়োজনীয় তথ্য নেট থেকে সংগ্রহ করে নিজের ভাষায় লিখেছি।
উত্তর : আমার ব্লগে দেখতেই পাচ্ছেন একাধিক বিষয়ে লেখা হয়েছে।
উত্তর : এখন আমার ব্লগে যে টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এটি এডসেন্স পাওয়ার অনেক পরে নিয়েছি। শুরুতে এপ্লিকেশন এপ্রুভ হওয়ার সময় ছিলো ব্লগারের সিম্পল টেমপ্লেট।
উত্তর : গুগল এগুলো স্পষ্টভাবেই ব্যবহার করতে বলেছে। তবে এপ্লিকেশন করার সময় আমার ব্লগে এগুলো ছিলোনা। এপ্রুভ হওয়ার পরে এসব রেখেছি।
শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস : গুগল এডসেন্স পেতে চাইলে ব্লগে কখনও ভায়োলেন্স প্রকাশ পায় এমন কোনো ছবি রাখা যাবেনা এবং কোনো ড্রাগস নিয়ে আলোচনা করা যাবেনা। এমনকি এমন কোনো মুভি পিকচারও রাখা যাবেনা যেখানে অস্ত্র বা বোমা বিস্ফোরণের দৃশ্য রয়েছে! আমার ব্লগে জেমস বন্ড মুভির একটি দৃশ্য ছিলো যেখানে নায়ক অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এপ্রুভ করার আগে এজন্য গুগল আমাকে সতর্ক করে ইমেইল করেছিলো। এরপর ছবিটি ডিলিট করার পরেই এপ্রুভ করেছিলো গুগল!
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
এখানে স্বল্প পরিসরে কমন কিছু প্রশ্নের উত্তর দিলাম। এরপরও একেকজনের একেকরকম প্রশ্ন থাকবেই। প্রশ্নের আসলে কোনো শেষ নাই। এ বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন। উত্তর জানা থাকলে অল্প সময়ের মধ্যেই দেয়া হবে। আরো নতুন নতুন টিউন পেতে নিয়মিত ব্লগে চোখ রাখুন।
প্রযুক্তি বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে ভিজিট করুন : প্রিয়টিউনস.কম
আমি সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু বিলিয়ে দিয়ে অজানাকে জানতে সমুদ্র পাড়ি দিতে পারি ...