শুভ সকাল, কেমন আছন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব Adsense Non Hosted এবং Hosted এর মাঝে পার্থক্য নিয়। তাহলে চলুন শুরু করা যাক।
এডসেন্স নন হোস্টেড একাউন্ট হচ্ছে নিজের ওয়েব সাইট এর মাধ্যমে এডসেন্স এপ্রোভাল পাওয়া। যেমন ব্লগ৭১.কম
এডসেন্স হোস্টেড একাউন্ট এক্টী পরিপূর্ণ একাউন্ট।
এডসেন্স হোস্টেড একাউন্ট পাওয়া যত সহজ নন হোস্টেড তত পাওয়া তত সহজ না।
আগামী টিউন এ ইনশাআল্লাহ এডসেন্স নন হোস্টেড একাউন্ট এর সুবিধা ও হোস্টেড এ রুপান্তর করার নিয়ম নিয়ে আলোচনা করবো।
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।