গুগল এডসেন্স ব্যান এড়াতে বিশেষ দৃষ্টি দিন : সাবধান হোন

টিউন বিভাগ অ্যাডসেন্স
প্রকাশিত
জোসস করেছেন

ইন্টারনেটের আয়ের আয়ের জন্য আমার প্রথম পছন্দই হচ্ছে গুগল এডসেন্স। কন্টেন্ট রিলেটেড এড এবং ক্লীক প্রতি আয়ের হার ভালো হওয়ায় এডসেন্সের বর্তমান চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে অনেক  দেশেই গুগল এডসেন্স ভালো মানের সাইট বা ব্লগ না হলে এপ্রুভ করছেনা।

যেখানে এডসেন্স পাওয়াই কঠিন আর তার উপর যদি কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয়, তখন মন মানুষিকতা ই নষ্ট হয়ে যায়। আর এ ব্যাপারে যদি সঠিক দৃষ্টি দেয়া না হয় তবে নিশ্চিত এডসেন্স ব্যান হয়ে যাবে। এডসেন্স ব্যান হওয়া পাবলিশারদের জন্য গাইড। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এডসেন্স ব্যান এড়াতে নিম্নলিখত ব্যাপার গুলো অনুসরণ করুন :

  • নিজের এড এ নিজে ক্লীক করা থেকে বিরত থাকুন
  • আপনার সাইটের এড এ ক্লীক করতে অনুপ্রাণিত করবেন না।
  • পর্নগ্রাফি টাইপের সাইটে এবং হ্যাকিং বিষয়ক সাইটে এডসেন্সের এড বসাবেন না
  • কোন Violent, Gambling অথবা casino এবং Sales of weapons রিলেটেড কনটেন্ট নিয়ে লেখা সাইটে এড বসানো যাবেনা যা কিনা গুগলের কাছে ইলিগেল বলে বিবেচিত।
  • কপিরাইট আইনে পরে এমন সাইটে এড বসানো যাবেনা।
  • গুগল চায় কন্টেন্ট আর অবশ্যই ভালো মানের ইউনিক কন্টেন্ট, সুতরাং অতিমাত্রায় কপিপেস্ট এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী হতে পারে।
  • কনটেন্ট হীন পাতায় অ্যাড বসাবেন না এবং পেজে হিডেন টেক্সট ও লিংক ব্যবহার করবেন না।
  • গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে এড বসানো থেকে বিরত থাকুন। যার জন্য এডসেন্স ব্যান হয়ে যেতে পারে।
  • ছবির সাথেই গুগলের এড কখনই বসাবেন না। এতে ভিজিটর বিভ্রান্তিতে পরে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না যা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে।
  • অতিরিক্ত কিওয়ার্ড ও একই কিওয়ার্ড বার বার ব্যবহার এবং বিষয় ব্যতীত ভিন্ন কিওয়ার্ড ব্যবহার এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী।
  • ভিজিটরকে বিভিন্ন লেখার (Click here, Click this) মাধ্যমে এড এ ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না।

এডসেন্স ব্যান এড়াতে উপরের ব্যাপার গুলোতে বিশেষ দৃষ্টি দিন ইনশাআল্লাহ্‌ আপনার এডসেন্স সুরক্ষীত থাকবে। ভালো থাকবেন। আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট জানাবেন।

Level 0

আমি শহীদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি গুগল এডসেন্স পাবলিশার, লগো ডিজাইনার, ওয়েব সাইট ডিজাইনার হিসাবে ২০১২ সাল থেকে অনলাইনে কাজ করছি এবং নতুন নতুন কিছু জানার চেষ্টা করে যাচ্ছি। আমি খুবই সাধারণ গুগল এডসেন্স পাবলিশার, লগো ডিজাইনার, ওয়েব সাইট ডিজাইনার। এক্সপার্ট হিসাবে নিজেকে দাবি করার মত কোন কিছু এখনো অর্জন করকত পারিনি। শেখার শেষ নেই,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস