ওমর টেক,
নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। কিছুদিন হয় ছুটিতে আছি তাই একটু অনলাইনে বেশি বেশি আছি। তাই অবসর সময় যাচ্ছে বলে ভাবছি কিছু টিউটোরিয়াল করি। যার ফলে এই টিউটোরিয়াল গুলো করা.
আজকে যেই টিউটোরিয়াল করব সেটা খুব সিম্পল একটা টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি হল গুগল আডসেন্স পিন ভেরিফিকেশন। আমরা সবাই জানি, google adsense খুললেই হয় না। সাথে পিন ভেরিফিকেশন দরকার। এজন্য আমাদের গুগলে আডসেন্স যখন ১০ ডলার হয় তখন অটোমেটিক একটা লেটার আসে আমাদের ডাক অফিসে যা পাঠায় গুগল আডসেন্স থিকে।
তো এজন্য অনেকে ভুল ঠিকানা দেওয়ার কারনে বা ঠিকানা ভালো মত দিতে পারে না এজন্য লেটার আমরা পাই না আর ভেরিফিকেশন করতে পারি না। লেটার না পেলে ভেরিফিকেশন হবে না এটায় স্বাভাবিক। কারন লেটার এর সাথে একটা পিন থাকে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে হয়।
তো যায় হক এই সমন্ধে যদি বিস্তারিত জানতে তাহলে এই ভিডিও দেখুন
তো সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আর কোন সমস্যা হবে না।
তবে হ্যা যদি আপনার এই বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিও রিলেটেড কোন সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে বলতে পারেন। সোলভড পাবেন ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন,
খোদা হাফেজ
আমি নুসরাত জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।