যারা ইন্টারনেট থেকে আয় করার কথা ভাবছেন তাদের জন্য এই টিউনটি অনেক উপকারে আসবে বলে আমি আসাবাদি। তো বন্ধুগণ আসুন আমরা নিচের থেকে জেনে নেই SEO- Search Engine Optimization এর মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন। অনলাইনের এই মার্কেটিং এর বৃহৎ সেক্টর হচ্ছে SEO- Search Engine Optimization.
আসুন জেনেনেই কিভাবে কাজ করবেন এবং কোথায় করবেন।
১। ব্লগিং করে আয়: আপনি নিজে একটি ওয়েবসাইট খুলে ব্লগিং করে আয় করতে পারেন। বর্তমানে বাংলা সাইটে গুগল অ্যাডসেন্স সাপর্ট করে তাই আপনি যদি ব্লগে ভালো ভিজিটর আনতে পারেন তাহলে প্রচুর টাকা আয় করতে পারবেন।
২। গুগল অ্যাডসেন্স: যাদের অনলাইনে খুব লেখাখেলির অভ্যাস আছে বা উন্নতমানের ভালো আর্টিকেল তৈরি করতে পারবেন তাদের জন্য গুগল অ্যাডসেন্স খুবই উপযোগী। এর জন্য আপনার অবশ্যই একটি ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থাকতে হবে। একটি ওয়েব সাইট তৈরি করতে মিনিমান ৫ হাজার টাকা লাগলে। গুগল অ্যাডসেন্স একটি ইনকামের ভালো জায়গা। আপনি যদি সাইটের কি ওয়ার্ড রির্চার করে গুগল ফাষ্ট পেজে আনতে পারেন তাহলে আপনি ভালো মানের ভিজিটর পাবেন এবং আপনি গুগল এর কাছ থেকে Google Adsence অ্যাপ্লাই করে শুরু করে দিতে পাবেন আয়ের পথ। কিন্তু কথা হচ্ছে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SEO- Search Engine Optimization. আপনি যদি ভালো মত SEO- Search Engine Optimization করতে পারেন এবং আপনার ব্লগটাকে গুগল টপপেজে আনতে পারেন তাহলে কত টাকা আপনার আয় হবে সেটা কল্পনাও করতে পারবেন না।
৩। অ্যাফিলিয়েট মার্কেটিং : অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইনের আয়ের একটি বড় মাধ্যম। অথ্যাৎ নিজের ওয়েবসাইটে অন্যের পন্যের বিজ্ঞাপণ দিয়ে বিক্রয় করাকে অ্যাফেলিয়েট মার্কেটিং বলে। এখন এই অ্যাফেলিয়েট মার্কেটিং এর জন্য প্রয়োজন একটি ওয়েবসাইট এবং ভালো কোয়ালীটি সম্পূর্ণ আর্টিকেল। শুধু কোয়ালীটি সম্পূর্ণ আর্টিকেল দিলেই হবেনা এর জন্য আপনাকে SEO- Search Engine Optimization শেখা। আপনি যদি করে গুগলের প্রথম পেজে আনতে পারেন তাহলে দেখুন আপনার জীবন কিভাবে পাল্টে যায়। অতএব আপনি SEO শিখে গুগল এর প্রথম পেজে আনতে পাররেন তাহলে আয়ের আর কোন চিন্তা আপনাকে করতে হবেনা।
কিভাবে আয় করবেন তার গাইডলাইন
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।