আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন শব্দ গণনা করতে পারি, কিছুটা তেমনি যদি কোন কারনে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটে Character গণনা করার একটি অপশন দেবার প্রয়োজন পড়ে, তাহলে সমাধান? “Count Characters” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন। নিচের ছবিটি দেখুন।
আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Count Characters প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।
প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।
সবাইকে ধন্যবাদ
তাওহীদুর রহমান ডিয়ার
ফেসবুক | লিঙ্কডইন | গুগল প্লাস
(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।