গুগোল অ্যাডসেন্স করতে যে সকল অভিজ্ঞতা দরকার

সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আমিও  মোটামোটি সুস্থ আছি সকলের দুআ। আজকে একটি বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটা বিষয় গুগোল অ্যাডসেন্স। বর্তমান সময়ে বেকার যুবকের আয়ের মাধ্যম। কিন্তু অনেকে এ পথ থেকে ছিটকে পড়তে শুরু করেছে। অলরেডি কিছু যুবদল এপথ ছাড়বে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আসলে এটা এত সহজ কাজ না। পৃথিবীর নিয়ম কিছু দিলে কিছু পাওয়া যায়। পৃথিবীটা চলে একটা বিনীময়ের মাধ্যমে।গুগোল অ্যাডসেন্স এর থেকে ভিন্ন না। আর এর সহযোগি প্রতিষ্ঠান হলো ইউটিউব একটি ও ফ্রি না। তাকে কিছু দিলে সে কিছু দিবে। আপনি ইউটিউব মার্কেটিং করে যা আয় করেন তার কিছু অংশ  ইউটিউব কেটে নিয়ে বাকী টুকু আপনাকে দেয়। এতে কি বুঝা যায় ইউটিউব ফ্রি - না। গুগোলের নিতিমালার মুল বিষয়বস্তু হলো “মানুষের উপকারে আসবে এমন কিছু আপনাকে দিতে হবে” আর একটি করতে হবে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে। আর এসকল কাজ গুলো করতে হলে আপনার যে সকল গুন থাকতে হবে তা নিম্নে দেওয়া হলো।

  1. ১। কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
  2. ২। বিভিন্ন সফটওয়ার সম্পর্কে সাম্য ধারনা থাকতে হবে।
  3. ৩। ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।
  4. ৪। ফটোশপ ধারনা থাকতে হবে।
  5. ৫। ভিডিও এডিটিং ধারনা থাকতে হবে।
  6. ৬। টেকনিক্যাল কাজ জানা থাকলে ভালো হবে।
  7. ৭। শুদ্ধ ভাষা কথা বলা জানলে ভালো হবে।
  8. ৮। ইন্টারনেট - থ্রিজি বা বডব্রেন্ড লাইন থাকতে হবে।
  9. ৯। টিউটরিয়াল করার মত ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
  10. ১০। পরিশ্রমি ও ধর্য্যশীল হতে হবে।

এই সকল প্রতিভা যার আছে তার গুগোল অ্যাডসেন্স শুরু করুন বা অনেকে করছে,যার এসকল অভিজ্ঞতা নাই,তাদেরকে বলছি আগে এই কাজ গুলো জানেন।তারপর অ্যাসেন্সে আসেন সার্থক হবে। অনেকে বলবে এসব না জানা থাকলে হবে না,আমি বলবো হবে না।

 

Level 0

আমি Soudia Computer Center। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

100% true