প্রিয় বন্ধুরা সাবাই ভালো আছেন তো ? আমি আল্লাহ রহমতে ভালোই আছি। আজ আপনাদের সামনে ভিন্ন ধরনে “ইউটিউব চ্যানেলের নাম ছোট করা” টিউটরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি অজানা বন্ধুদের উপকারে আসবেই।
উপরের হেড লাইন দেখেই বুঝতে পাছেন মুল বিষয়টা কি ? “ইউটিউব চ্যানেলের নাম ছোট করা” “ কে না চায় তার ইউটিউব চ্যানেলের নাম ধরে ড়াকতে। আপনারা জানেন এবং দেখেন অনেকের চ্যানেল আছে,চ্যানেলের নাম ও আছে,কিন্তু সেই নামে সাচ্ দিলে আপনার চ্যানেল খুজে পাওয়া যায় না। তখন একটা ঝামেলার সমুখিন হতে হয়। আপনার বন্ধু বা যে কাউকে আপনার চ্যানেলের পরিচয় দিতে পারেন না। কারণ হলো আপনার চ্যানেলের নামে সাচ্ দিলে অনেক চ্যানেল আসে কিন্তু আপনার চ্যানেল আসে না। ত আজ থেকে আপনার বন্ধু বান্ধবীর কাছে বলতে পারবেন - ইউটিউবে ঢুকে আমার নাম দিয়ে সাচ্ দিও তাহলে আমার চ্যানেল পাবে।
https://www.youtube.com/watch?v=Izww9FG0NKQ
আমার পূর্বের টিউন দেখতে নিচের লিংকে দেখতে পারেন
সাবস্ক্রাইবার মেশিন লাগান, চ্যানেলকে পপুলার করুন
ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার কারণ জানুন
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন
আগামী টিউনে আবার দেখা হবে।
আমাকে ফেইচবুকে পেতে :::: https://web.facebook.com/rezaul.karimhira.5
আমি Soudia Computer Center। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কত সাবস্ক্রাইবার হলে ইউআরএল চেইঞ্জ করা যায়??