Google Adsense সোনার হরিণ ও এর বিকল্প $ generate মেশিন! (নতুন ও পুরাতনদের জন্য)

অ্যাডসেন্স এক নামেই জার পরিচয়। টাকা বানানোর মেশিন বা সোনার হরিণ নামে খ্যাত। হ্যাঁ আমিও এর বিপক্ষে কথা বলছি না। অ্যাড পাবলিশার হিসেবে Adsense থেকে আমিও কিছু ডলার কামিয়েছি। তবে Adsense এর বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে এর প্রাইভেট পলেসি ও বাড়ছে জটিলতা। বর্তমানে youtube থেকে সহজেই Adsense পাওয়া গেলেও ওয়েব সাইট থেকে পাওয়া যায় না। ২০১৫ সাল পর্যন্ত যেটি খুব সবজেই পাওয়া যেত।
এখন নতুনরা কি করবেন? বা যাদের Google Adsense অ্যাকাউন্ট ব্যান হইছে তাদেরই বা কি করণীয়?

মূলকথায় আশা যাক, আমি আজ Google Adsense বিকল্প কিছু অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। যেগুলো কিছু কিছু ক্ষেত্রে Google Adsense চেয়েও বেশী রেভিনিউ দিয়ে থাকে। Google Adsense নিয়ে থাকলেও এর পাশাপাশি নতুন অ্যাড নেটওয়ার্ক গুলো চালিয়ে রেভিনিউ বাড়াতে পারবেন।

adsterra
০১. Adsterra:
নতুনদের জন্য এটি অসাধারণ একটি নেটওয়ার্ক ওয়েবসাইটে অ্যাড পাবলিশ করার জন্য। CPC (সেন্স পার ক্লিক)বেশ ভালো। Google Adsense হিসেবে এটি অসাধারণ। বাংলাদেশী ভিজিটরে প্রতি ক্লিকে 00.01$ পাবেন তবে বিদেশী প্রতি ক্লিকে সর্বোচ্চ 00.80$ পেতে পারেন। Adsterra অ্যাড বাংলা ওয়েব সাইটে খুব সহজে ব্যবহার করতে পারবেন। গুগোলের মতো পেরা ক্ষেতে হবে না।
সুতরাং আপনার একটি ওয়েব সাইট থাকলে এখনই আপনার ডোমেইন নেম দিয়ে অ্যাপলই করুন।


ইন্সপয়ার এর জন্য একটি Adsterra রেভিনিউ সিট দেয়া হলো।অ্যাপ্রুভ হতে তেমন কোন ঝামেলা করে না।
SignUP:

০২. MGID:
দ্বিতীয় স্থানে MGID এটি নেটিভ অ্যাড কন্টেন্ট প্রদান করে। অর্থাৎ অন্য ইংলিশ সাইটের নিউজ/ব্লগ অ্যাড হিসাবে আপনার সাইটে দেখাবে।এর রেভিনিউ Adsterra অপেক্ষা কিছুটা কম হলেও, ব্যাংক মাধ্যমে এর পেমেন্ট নিতে পারবেন। রেভিনিউ 1000$+ হলে, তবে পেপালের মাধ্যমে যেকোনো অ্যামাউন্ট এ পেমেন্ট নিতে পারবেন। মাসের শেষে ৩০-৩১ তারিখের দিকে পেমেন্ট দেয়। Adsterra এর পাশাপাশি MGID পেমেন্ট ব্যবহার করতে পারেন।
SignUp

০৩. Revcontent:
তৃতীয় স্থানে রয়েছে রেভকন্টেন্ট Revcontent. এটি MGID এর ন্যায় নেটিভ অ্যাড কন্টেন্ট অ্যাড হিসেবে ওয়েব সাইটে সো করে। এর রেভিনিউ বেশ ভালো তবে এটি বাংলাদেশী ভিজিটর এর ক্লিকে MGID দেয় না। তাই বিদেশী ভিজিটর ভালো থাকলে কেবল মাত্র এটিতে অ্যাপলই করবেন।

একই সাথে MGID এবং Revcontent ব্যবহার না করাই ভালো।এতে তাদের পলিসি ব্রেক করে।
পেমেন্ট: পেপাল, ব্যাংক অ্যাকাউন্ট।
পরবর্তী মাসের শুরুতে ১তারিখে পেমেন্ট দেয়।
SignUp

০৪.Content.ad:
ভালো ভিজিটর থাকলে এবং হোমপেজ ইংরেজি হলে কন্টেন্ট.অ্যাড এর জন্য অ্যাপ্লাই করতে পারেন।তবে মনে রাখবেন এর পলেসি সিস্টেম গুগল এর মতোই কঠোর। ইনভেলিট ক্লিক এর জন্য আপনার পুরো-মাসের রেভিনিউ কেটে রাখতে পারে।কন্টেন্ট.অ্যাড রেভিনিউ ভালো দেয়।

তবে নিয়মিত আপনার সাইট ভিজিট করবে যা বাংলা কন্টেন্ট অয়ালাদের জন্য ঝুঁকিপূর্ণ। Adsterra এর পাশাপাশি Content.ad ব্যবহার করা যাবে।

সর্বশেষে বলবো Adsterra এগুলোর ভেতর সবচেয়ে ভালো,পারসনালি রিকমেন্ড করছি। তবে আপনি যেটিই ব্যাহার করুন না কেন, ইনকামের মূলমন্ত্র ভিজিটর। ভিজিটর বাড়লে ইনকাম এমনিতেই বাড়বে।ইনভেলিট ক্লিক/নিজে-ক্লিক করে অ্যাকাউন্ট গুলো হারাবেন না। সর্বোপরি বাংলাদেশের রেপুটেশন নষ্ট করবেন না।
এ ব্যপারে কোন সহায়তা বা সাজেশন থাকলে এখানে ম্যাসেজ করে জানাবে না।
ফেসবুকে আমি।

rk.rocky

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশীদের জন্য সেরা দুটি এড নেটওয়ার্ক http://bangla.techteam24.com/1791.html

বলদ কোথাকার!
এগুলা কি
3. number ভালো করে পড়ে দেখ