আসসালামু আলাইকুম,
আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি সম্পূর্ণ মানসম্মত টিউটোরিয়াল আমরা করে যাচ্ছি ধারাবাহিক ভাবে, যেখানে থাকছে
1. Photoshop
2. Illustrator
3. Adobe In design
তবে আজ আমি একটু অন্যরকম একটা দারুন অভিজ্ঞতা শেয়ার করবো।
ভিডিও টিউটোরিয়াল গুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ক্লিক করুন
এই টিউটোরিয়াল গুলো Follow করলেই যে কোনো ডিজাইন আগ্রহীর Graphic Design সম্পর্কে ১০০% ধারনা আসবে ইনশাল্লাহ।
গত Episode গুলো যারা মিস করেছেন তাদের জন্য-
২। Adobe Illustrator ব্যবহার করে ১০ মিনিটে 3D Logo বানিয়ে নিন এবং শিখে নিন
৬। ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজেই চোখের কালার চেঞ্জ করে নেওয়া যায় দেখুন
৭। গ্রাফিক্স ডিজাইন শিখে নিন এখনি, চমৎকার একটি বিজনেস কার্ড ডিজাইন করে নিন ১০ মিনিটে
৮। গ্রাফিক্স ডিজাইনের জন্য নিয়ে নিন অসংখ্য সব চমৎকার Background ইমেজ কালেকশন।
৯। গ্রাফিক্স ডিজাইনে যারা আগ্রহী বা নতুন ক্যারিয়ার গড়তে চাচ্ছেন- শিখে নিন ফটোশপ (আপডেটেড ভার্সন)
১০। গ্রাফিক্স ডিজাইন করে মাসিক ২০,০০০/- ইনকাম- শিখে নিন Photo Manipulation
১১। ফটোশপে যেভাবে কাস্টম ব্রাশ ইনস্টল করতে হয় দেখে নিন – সাথে নিয়ে নিন আনলিমিটেড Photoshop ব্রাশ ডাউনলোড (মিস করলেই চরম লস)
নিচের ভিডিওটি Follow করে দেখে নিন কোন টুলস দিয়ে কি কাজ করতে হয়।
আজকের বিষয় ঃ How to Earn from YouTube without Adsense
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন আশা করি বন্ধুরা। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো।
কোথাও বুঝতে সমস্যা হলে আমি আছি ফেসবুকে
ভিডিও টিউটোরিয়াল গুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ক্লিক করুন
https://web.facebook.com/applegraphicstudio এখানে আমার সব ডিজাইন সাজানো আছে। দেখতে পারেন।
আমি রেজাউল ইসলাম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 190 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tuner
boss,একটু আস্তে আস্তে দেখালে অনেক ভাল হতো,আর আপনি যদি বাংলায় বলে দিতেন তবে সবার উপকার হতো