অনলাইন থেকে ভাল একট আয় করতে চাচ্ছেন,কিন্তু পারছেন না। টিউনটি আপনার জন্য

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে।আর টিউনটি নতুনদের জন্য।

আমরা অনেকেই অনলাইনে আরনিং এর পিচনে ছুটি, দেখা যায় একানে প্রথম প্রথম সফল হওয়া যায় না।কেউবা ব্লগিং, কেউ আবার ইউটুভিং আর কত কি। সব বিষয় নিয়ে একসাথে বলা সম্ভব নয় তাই আমি আজকে ইউটুভের একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব।  ইউটুভ থেকে ভাল একটা আরনিং করতে হলে আপনাকে মাষ্ট আপনার ভিডিও টা রেন্ক করাতে হবে, মানে এস ইও করতে হবে, নতুনরা অনেকেই বলবেন ইউটুভের আবার এসইও কিসের। আমি বলব ইউটুভেও এসইও করতে হয়।আর ইউটুভে এসইও এর ক্ষেত্রে টাগ টা অতি গুরুত্ব পূর্ণ। আজকে আমার মেইন টপিক টাগ নিয়ে।

আসলে টাগের উপর ভিওি করেই ইউটুভ আপনার ভিডিও টি সার্চ রিজাল্টে দেখাবে। এজন্য আমাদের রিলেটিভ কিওয়ার্ড দিয়ে টাগ পুরন করতে হয়। এজন্য কিওয়ার্ড রিচার্চ করতে হয়, কিওয়ার্ড রিচার্চ টা এত সুজা না, তাই আমি এখন দেখাব কিভাবে কিওয়ার্ড  রিচার্চই না করে ইউটুভে অন্যের টাগ দেখতে হয়, এ ক্ষেত্রে আপনি খুব বেশি ভিউ হয়েছে এমন ভিডিও এর টাগ দেখে ভাল ধারনা পাবেন। এখান থেকে  টাগ কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এত আপনার ভিডিও থেকে মোটামোটি একটা আরনিং আশা করা যায়।  সাধারনত ইউটুভের ভিডিও এর  টাগ দেখা যায় না।এখন কিভাবে আপনি অন্যের টাগ দেখে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এবং ভাল একটা আরনিং করবেন। সাধারনত  এই কাজ টা দুই ভাবে করা যায়।

১. গুগল ক্রোমো  এক্সটেনশনের মাধমে।

২. সামান্য ট্রিক্স খাটিয়ে।

ক্রোমো এক্সটেনশনের জন্য প্রথমে chrome web store  থেকে  VidiQ  এক্সটেনশন টা ব্রাউজারে এড করে নিতে হবে। অথবা এক্সটেনশনের লিংক টা ভিডিও টিউটিরিয়ালের ডিসক্রিপশনে দেওয়া আছে।

এখানে Rait it এর জায়গায়  Ad to chrome থাকবে, সেখাকে ক্লিক করলেই এটা এড হয়ে যাবে।

তবে দ্বিতীয় নিয়ম টি প্রথম টি থেকে ভাল কারন ওখান থেকে টাগ, ভিডিও ডিসাক্রপশন সহ ভিডিও এর সব তথ্য এক সাথে পাওয়া যায়। তবে এটার নিয়ম টা একটু ট্রিক্স এর তাই এটার উপর একটা বাংলা  ভিডিও টিউটিরিয়াল দিলাম। ভিডিও টিউটিরিয়ালটিতে দুটি পদ্বতিই প্রেক্টিকালি ভাল করে দেখানু আছে। আশা করি ভিডিও টিউটিরিয়াল টি মনযো দিয়ে দেখবেন।

বাংলা ভিডিও টিউটিরিয়াল

এই রকম আর ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করে রাখতে পারেন।

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইউটিব এ কখনোই অন্যর ট্যাগ কপি করে দেওয়া উচিত নয়। এতে ভিডিও র‌্যাক একে বারে ডা্উন হয়ে যায়।ইউটিব ষ্টিক ও খেতে পারেন।পরে আম ছালা দুইটাই যাবে ।:P