আমরা জানি যে অনলাইন এড এর মধ্যে গুগল এডসেন্স এই সবচেয়ে বেশি অর্থ প্রদান করে।কিন্তু এই গুগল এডসেন্স পাওয়া ও অনেকটা সোনার হরিণ পাওয়ার মত।আমরা অনেকেই গুগল এর নানা privacy policy এর কারনে আমাদের ব্লগ বা ওয়েবসাইট এ গুগল এডসেন্স ব্যবহার করতে পারি না। এছাড়া ব্যবহার করলেও তা নানান কারনে ব্যান হয়ে যেতে পারে।
তাই আজকে আমি এমন একটা এড নেটওয়ার্ক এর সাথে পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।
গুগল এডসেন্স এর সেরা বিকল্প Revenuehits।
Revenuehits ২০০৮ সালে তাদের যাত্রা শুরু করে। এটি মূলত একটি CPA Based এড নেটওয়ার্ক। এটির CPM রেইট অনেক হাই।এর মানে আপনার বসানো এড এর ইম্প্রেশন এ ও আপনি অনেক টাকা আয় করতে পারবেন।যেমন ধরুন আপনার দিনে ভিসিটর ২০০০। আপনার ইম্প্রেশন যদি হই ৬০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার ইনকাম হবে (৬০০০/৬)* ১= ৬ ডলার।
এদের এড টাইপ
১।ব্যানার
২।পপ আন্ডার
৩।স্লাইডার
৪।শেডো বক্স
৫।টপ ব্যানার
৬।বাটন এবং
৭।ফুটার এডস
আপনি এই সব টাইপের এড আপনার ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন এবং এড এর সাইজও নিরধারন করে দিতে পারবেন।এদের মধ্যে শেডো বক্স এর CPM রেইট সবচেয়ে বেশি।
এদের পেইমেন্ট সিস্টেমঃ
১।আপনি সর্বনিন্ম ৫০ ডলার পেআউট করতে পারবেন।
২।পেইমেন্ট মেটডঃ পেপাল, অয়ার ট্রান্সফার এবং পায়নিওর।
Revenuehits এ সাইন আপ করা খুব সহজ।নিচে টিউমেন্ট থেকে সাইন আপ করে আপনার ওয়েবসাইট যোগ করুন এবং এড এর এইচ-টি-এম-এল কোড আপনার ওয়েবসাইট এ বসিয়ে এড শো করুন।
আপনারা চাইলে আমার ওয়েবসাইট এ গিয়ে এডগুলো দেখে আস্তে পারেন।
আমি রোজেন গুপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইন আপ লিঙ্কঃ http://www.revenuehits.com/lps/v41/?ref=@RH@KFoNBpc_jy5nmgxJ0fXtFQ