!গুগল এডসেন্স এর সেরা বিকল্প!!না দেখলে অনেক কিছু মিস করবেন

আমরা জানি যে অনলাইন এড এর মধ্যে গুগল এডসেন্স এই সবচেয়ে বেশি অর্থ প্রদান করে।কিন্তু এই গুগল এডসেন্স পাওয়া ও অনেকটা সোনার হরিণ পাওয়ার মত।আমরা অনেকেই গুগল এর নানা privacy policy এর কারনে আমাদের ব্লগ বা ওয়েবসাইট এ গুগল এডসেন্স ব্যবহার করতে পারি না। এছাড়া ব্যবহার করলেও তা নানান কারনে ব্যান হয়ে যেতে পারে।

তাই আজকে আমি এমন একটা এড নেটওয়ার্ক এর সাথে পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্স এর সেরা বিকল্প Revenuehits।

Revenuehits ২০০৮ সালে তাদের যাত্রা শুরু করে। এটি মূলত একটি CPA Based এড নেটওয়ার্ক। এটির CPM রেইট অনেক হাই।এর মানে আপনার বসানো এড এর ইম্প্রেশন এ ও আপনি অনেক টাকা আয় করতে পারবেন।যেমন ধরুন আপনার দিনে ভিসিটর ২০০০। আপনার ইম্প্রেশন যদি হই ৬০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার ইনকাম হবে (৬০০০/৬)* ১= ৬ ডলার।

 

 

 

এদের এড টাইপ

১।ব্যানার

২।পপ আন্ডার

৩।স্লাইডার

৪।শেডো বক্স

৫।টপ ব্যানার

৬।বাটন এবং

৭।ফুটার এডস

 

আপনি এই সব টাইপের এড আপনার ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন এবং এড এর সাইজও নিরধারন করে দিতে পারবেন।এদের মধ্যে শেডো বক্স এর CPM রেইট সবচেয়ে বেশি।

এদের পেইমেন্ট সিস্টেমঃ

১।আপনি সর্বনিন্ম ৫০ ডলার  পেআউট করতে পারবেন।

২।পেইমেন্ট মেটডঃ পেপাল, অয়ার ট্রান্সফার এবং পায়নিওর।

Revenuehits এ সাইন আপ করা খুব সহজ।নিচে টিউমেন্ট থেকে সাইন আপ করে আপনার ওয়েবসাইট যোগ করুন এবং এড এর এইচ-টি-এম-এল কোড আপনার ওয়েবসাইট এ বসিয়ে এড শো করুন।

 

আপনারা চাইলে আমার ওয়েবসাইট এ গিয়ে এডগুলো দেখে আস্তে পারেন।

Level 0

আমি রোজেন গুপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

per ads click koto ?

বাংলাদেশি কোনো এড কোম্পানি থাকলে প্লিজ জানাবেন।

আপনার ওয়েবসাইট দেখলাম। খুব সুন্দর অ্যাড। ভিজিটর এর বিরক্ত হতে যা যা লাগে সব আছে। ধন্যবাদ।

vi ame web site a jodi unik visitor 5000 hoy and ad a jodi kono click na hoy toba ame ki ইম্প্রেশন ar jonno taka pabo ……

vi bangla site ki approve kore.

আডসেন্সের বিকল্প বলে কিছু আদৌ আছে কি ?

    বিকল্প মানে এডসেন্স ছাড়া অন্য এড কোম্পানির মধ্যে এটাই সবচেয়ে এটাই ভাল

Revenuehits এ অ্যাকাউন্ট করার নিয়ম।

প্রথমে এই লিঙ্কে যান।
http://www.revenuehits.com/lps/v41/?ref=@RH@s2fQstxknfBnmgxJ0fXtFQ

তারপর “Join Now” বাটনে কিক করুন।
এর একটি উইন্ডো আসছে তাতের আপনি আপনার first name, last name, site name, সাইটের url, সাইট ট্রাফিকে (WEB), এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে “Next Step” বাটনে কিক করুন।
এবার দ্বিতীয় ধাপে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, আপনার মোবাইল, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে “Submit” বাটনে কিক করুন।
ব্যাস শেষ। এবার সঙ্গে সঙ্গে আপনার ইমেইল চেক করুন, দেখুন একটি ভেরিফিকেশন লিঙ্ক গেছে। এবার লোগিন করে আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ “New Placement” এ কিক করে চোয়েস করে সেটআপ করুন, () বাটনে কিক করে কোড কপি করে আপনার সাইটে যুক্ত করুন।

এটা আমার প্রথম টিউন। ভূল হলে ক্ষমা করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভূলবেন না।

সেই সাথে টেকটিউনস পরিবারকেই অসংখ্যা ধন্যবাদ আমার একাউন্ট ভেরিফিকেসন করার জন্য। বিশ্বের অন্যতম এবং বাঙালিদের সর্ববৃহৎ প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কে যুক্ত হতে পেরে অনেক আনন্দিতবোধ করছি।