সবাই বলে “গুগল এ্যাডসেন্স” সোনার হরিণ!

Adesense
Adsense Approved

সবাই বলে "গুগল এ্যাডসেন্স" সোনার হরিণ!

১। ডোমেইন কেনা।

সবাই বলে গুগল এ্যাডসেন্স সোনার হরিণ। কিন্তু আমার কাছে এমনটি মনে হলো না। আমি যদিও দীর্ঘদিন থেকে কম্পিউটার-ইন্টারনেট পেশার সাথেই জড়িত। তারপরও অন্যদের মত সোনার হরিণ মনে করে কখনো ও পথে পা মাড়াইনি। কিন্ত ২০১৪ এর শেষের দিকে মনে হলো এ্যাডসেন্স নিয়ে কাজ করার। ডোমেইন কিনলাম। খুবই সাধারণ গোছের একটু ডিজাইন করলাম। তারপর প্রতিটি পোষ্ট করতে থাকলাম ৫০০ ওয়ার্ড এর ওপরে। এভাবেই ১৫ দিনের মধ্যেই ২৫ টি পোষ্ট হয়ে গেল।

২। এ্যাডসেন্স এর জন্য এ্যা্প্লাই

এবার এ্যাডসেন্স এ এ্যাপ্লাই করার পালা। কখনো তো করিনি। দুরু দুরু বুকে এ্যাপ্লাই করা শুরু করলাম। এ্যাপ্লাই করে সেন্ড করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেইল এলো বলল তোমার এড্রেস ঠিক নেই ঠিক করো। ঠিক করলাম এবং আবার সেন্ড করলাম।

এবার প্রতীক্ষার পালা। প্রতিক্ষা করছি। ১০ দিন শেষে একটি মেইল এলো বলল তুমি তোমার সাইড এ এ্যাড বসাও, কিন্তু এ্যাড দেখা যাবে না। আমরা ভেরিফাই করব। এ্যাড বসালাম।

৩। প্রতীক্ষার অবসান

আবার প্রতীক্ষার পালা। ৫ থেকে ৬ দিনের মধ্যে আবার একটি মেইল। সেই প্রতিক্ষীত মেইল- Congratulations.

তাই অমার মনে হয় সাধারণ নিয়ম গুলো মেনে এ্যাপ্লাই করলে এ্যাডসেন্স একাউন্ট পেতে মনে হয় কোন সমস্যা হয় না। আপনারাও সেভাই চেষ্টা করতে পারেন এবং দেখে আসতে পারেন আমার সাইটটি। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফিজ।

Level 2

আমি naz_jal73। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই,আমি ঐ ‘অ্যাড বসাও’ পর্যন্ত যেতে পেরেছি।তারপরে তো কিছুই হচ্ছেনা।কি করতে পারি বলুন তো?

Level 0

ভাই, আপনার এ্যাডসেন্স সাইটের লিঙ্ক শেয়ার করাটা মনে হয় ঠিক হয়নি।
Problem Face করতে পারেন, আমার বাক্তিগত মতামত।

    Level 2

    @hmmm: ধন্যবাদ ভাই, মনে করিয়ে দেওয়ার জন্য। লিন্ক উঠে নিয়েছি।

Level 1

vi post dile valo hoto.kivabe aply korbo.?

Level 0

Bikroy.com or olx.com.bd er moton site er ki AdSense pawa sombob?

Shoto holeo adsense ekhon aro beshi kothin hoye gese.Tader notun policyr jonno.

আমি আমার এডসেন্স ও ব্লগার বিক্রয় করে দিতে চাই। ব্লগ: earntricks2u. blogspot .com
কেউ নিতে চাইলে 01949606764 এই নম্বরে যোগাযোগ করুন।

ভাই বাংলাব্লগের জন্য হবে না |

    Level 2

    সম্ভত এডসেন্স বাংলা সােপোর্ট করেনা।

আমি একমাত্র ব্যান খাওয়ার ভয়েই এডসেন্সে এপ্লাই ও করার সাহস পাই না। তা ছাড়া পেমেন্ট জনিত সমস্যা তো আছেই 🙁

ভাই ভালো, আমি মাত্র ৩০ দিন এর মাঝে এডসেন্স এপরুভ করতে পারি। more..+8801781077094

revenuehits.com ব্যবহারে কোন রকম ঝামেলা নাই , আমি ব্যবহার করতেছি । আমার সাইট http://www.shopingmol.com