সবাই বলে গুগল এ্যাডসেন্স সোনার হরিণ। কিন্তু আমার কাছে এমনটি মনে হলো না। আমি যদিও দীর্ঘদিন থেকে কম্পিউটার-ইন্টারনেট পেশার সাথেই জড়িত। তারপরও অন্যদের মত সোনার হরিণ মনে করে কখনো ও পথে পা মাড়াইনি। কিন্ত ২০১৪ এর শেষের দিকে মনে হলো এ্যাডসেন্স নিয়ে কাজ করার। ডোমেইন কিনলাম। খুবই সাধারণ গোছের একটু ডিজাইন করলাম। তারপর প্রতিটি পোষ্ট করতে থাকলাম ৫০০ ওয়ার্ড এর ওপরে। এভাবেই ১৫ দিনের মধ্যেই ২৫ টি পোষ্ট হয়ে গেল।
এবার এ্যাডসেন্স এ এ্যাপ্লাই করার পালা। কখনো তো করিনি। দুরু দুরু বুকে এ্যাপ্লাই করা শুরু করলাম। এ্যাপ্লাই করে সেন্ড করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেইল এলো বলল তোমার এড্রেস ঠিক নেই ঠিক করো। ঠিক করলাম এবং আবার সেন্ড করলাম।
এবার প্রতীক্ষার পালা। প্রতিক্ষা করছি। ১০ দিন শেষে একটি মেইল এলো বলল তুমি তোমার সাইড এ এ্যাড বসাও, কিন্তু এ্যাড দেখা যাবে না। আমরা ভেরিফাই করব। এ্যাড বসালাম।
আবার প্রতীক্ষার পালা। ৫ থেকে ৬ দিনের মধ্যে আবার একটি মেইল। সেই প্রতিক্ষীত মেইল- Congratulations.
তাই অমার মনে হয় সাধারণ নিয়ম গুলো মেনে এ্যাপ্লাই করলে এ্যাডসেন্স একাউন্ট পেতে মনে হয় কোন সমস্যা হয় না। আপনারাও সেভাই চেষ্টা করতে পারেন এবং দেখে আসতে পারেন আমার সাইটটি। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফিজ।
আমি naz_jal73। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,আমি ঐ ‘অ্যাড বসাও’ পর্যন্ত যেতে পেরেছি।তারপরে তো কিছুই হচ্ছেনা।কি করতে পারি বলুন তো?