AdSense-এর Ads Code বসানোর সঠিক স্থান কোনটি?

প্রথমেই সবাইকে জানাচ্ছি ধন্যবাদ! গতকাল আমার সাইটের AdSense Approve হয়। এবং আজ সকাল থেকে আমার সাইটে AdSense-এর Ads প্রদর্শিত হচ্ছে! বিগত কয়েক মাস ধরে এই AdSense পাবার জন্য খেটেছি। তবে খেটেছি বললে খুব বেশি খেটেছি, সেটা বলবো না। শুধু AdSense-এর নিয়ম অনুযায়ী সাইটটাকে Design ও পরিচালনা করেছি। এবং AdSense-এর নিয়ম অনুযায়ী 25টার মতো পোস্ট করেছিলাম... এইতো।

যাইহোক, আমি এই TechTunes হতেই জানতে পেরেছি যে, AdSense-এর Ads প্রদর্শিত করার মাঝেও কৌশলী হতে হয়। তাই আমিও সেই কৌশলটি কাজে লাগাতে চাই! তারই ধারাবাহিকতায়, আমি সঠিক স্থানে সঠিক AdSense-এর Ad প্রদর্শিন করার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য চাই আপনাদের সঠিক পরমর্শ ও দিক-নির্দেশনা কামনা করছি।

আমার সাইটটি হলো Virtual aia; এইটি Blogger Hosted। আমার সাইট-টির Template; Blogger-এর Template হতেই নিয়েছি। তবে এইটি আমি নিজে; প্রায় 60% Customize করেছি। আমি চাচ্ছি নিচের উল্লেখিত ছবির “প্রশ্ন বোধক” চিহ্ণিত স্থানে যেন Automatically, AdSense-এর Ads প্রদর্শিত হয়। কিন্তু এটা আমি কিভাবে সেট করবো?

AdSense-এর Ads Code বসানোর সঠিক স্থান কোনটি?
AdSense-এর Ads Code বসানোর সঠিক স্থান কোনটি?

আমার Virtual aia সাইটি থেকে ঘুরে আসতে পারেন। দিতে পারেন আমাকে সঠিক পরামশর্।

Level 2

আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vhai apni skype add koren
akasernil17