আমরা যারা ব্লগিং করি তারা জানি যে, গুগল এডসেন্স এর এপ্রুভ পাওয়া কত টা কঠিন। তারপর আপনি বহু কাঠ খড় পূড়ীয়ে যখন এডসেন্স পেলেন ২/৪ ডলার আয় করার পর একদিন দেখলেন মহামান্য গুগল আপনার একাঊন্ট টি ব্যান করে দিয়েছে।
কেমন লাগবে আপনার ?
এত গেল ২/৪ ডলার । আমার এক বন্দু তার একটা সাইট এ এডসেন্স বসিয়ে খুব খূশি ।অনেক দিন পর $889 ডলার ইনকাম ও করে ফেলছে ।আর মাত্র ২ দিন বাকি ছিলো টাকা তোলার।মহামান্যা গুগল মামা জানালো ২ দিন আগে ভূয়া ক্লীকের জন্যে তার একাউণ্ট ব্যাণ করা হয়েছে । ভাল ত , ভাল না।
দুঃখের মাজে ও আমরা একটু হেসে নিলাম। কারন ২ দিন আগের ক্লিকের জন্যে ব্যান করল কিন্তু ওর সাইট গত ৪ দিন ধরে আপডেট করার জন্য আফ লাইনে। গুগল কে মেইল করলে সে দয়া করে জানাল , ‘ যা করছি , করছি। আর কোন কিছু করার নাই । ‘ আবার রো, ভাল , ভাল না !
গুগল মামার কিছু করার নাই। আমরা ভাগিনাদের তো অনেক কিছুই করার আছে।
গুগল এডসেন্সের বিকল্প হিসেবে অনেক সাইট রয়েছে। চিতিকা (Chitika) তাদের আন্যতম ।
চলুন দেখি কেন চিতিকা হতে পারে গুগল এডসেন্স এর বিকল্পঃ
১। পে পার ক্লিকঃ
এর মানে আপনি আপনার এডে প্রতি ক্লিকে আয় করবেন ।আপনি যদি আমাজন বা ছি যে তে আফিটিয়েট মাকেটিং করে থাকেন তাহলে আপনি সেখানে ক্লিক থেকে কিছুই আয় করবেন না ।
২।চিতিকা এর এড গুগল এডসেন্সেরর সাথে ব্যাবহারঃ
আপনি আপনার আগে থেকে গুগল এডসেন্স বশিয়ে থাকলে , সেই এড এর পাশাপাশি চিতি কাড় এড ব্যাবহার করতে পারবেন। এ ব্যাপারে আপনি এখান (Chitika knowledge base) থেকে অফিশিয়াল কনফার্মেশন পেতে পারেন ।আমি নিজে এ বিষয়ে গুগল এডসেন্স এড় সাথে যোগাযোগ করেছিলাম। তাদের উত্তর ছিল এরকমঃ
““Hi Anower,
Thanks for checking in with us about your current AdSense and Chitika ad implementation. I’ve reviewed your site and the ad placement appears to comply with our program policies.””
৩। পেপাল বা চেক এর মাধ্যামে টাকা উঠানোঃ
পেপাল এর মাধ্যামে টাকা উথালে আপনি আপনার কিছু আনলাইন বিজনেস ব্যয় যেমনঃ ডাইরেক্টরি সাবমিশন, কনটেন্ট রাইটিং, এস ই ও ইত্যাদি খুব সহজেই মেটাতে পারবেন।
বাংলাদেশে যেহেতু পেপাল নাই , সেক্ষেত্রে আপনি চেকে আপনার টাকা উঠাতে পারবেন।
৪। চিতিকাতে আপনি ব্যান হবেন নাঃ
এডসেন্স ভূয়া ক্লিকের ব্যাপারে খুবই কড়া । আপনি নিজে দায়ী না হলেও আপনি আজীবণ ব্যান খাবেন। যা কোন ভাবেই একটি আদর্শ ব্যবসায় মডেল হতে পারে না । চিতিকা তে এমন টা নাই। তারা ভূয়া ক্লীকের ব্যাপারে অডিট করে এবং দায়ী হলে ব্যবস্থা নেয় না হলে নয়।
৫। রেফারেল প্রোগ্রামঃ
এর মানে কেঊ যদি আপনার এফিলিয়েট লিঙ্ক থেকে সাইন আপ করে তবে আপনি সে পাবলিশারের প্রথম ১৫ মাসের আয়ের ১০% পাবেন। এই শেয়ার অবশ্যিই ছিতিকা তার আয় থেকে দিবে পাবলিশারের আয় থেকে নয়।
৬। চিতিকা বহুবিধঃ
চিতিকা এখন শুধুমাত্র ই-মিনিমাল থেকে বেশি কিছু অফার করেঃ
a) ShopCloud – একটি ক্লাউড রিলেটেড ট্যাগ
b) Owna – আপনার পণ্য প্রদর্শনের অন্য একটি উপায়।
c) ShopLinc –এটি আপনার অনলাইন শপিং পোর্টাল অনেকটা আমাজন এস্টোর এর মত।
d) eMiniMalls of Facebook – এটি আপনার এড কে আপনার ফেসবুক পেইজের সাথে ইন্ট্রিগ্রেট করে।
e) Related Products links – যা আপনার আর্টিকেল বা ব্লগ টিউনে খুবিই ভালভাবে ব্যবহার করা হয়।
৭। কোন ধরনের স্মার্ট প্রাইসিং নাইঃ
স্মার্ট প্রাইসিং কি?
আপনার যদি একাধিক সাইট থাকে যাদের কোন একটি খারাপ পারফর্মেন্স করলে সেটা আপনার পুরো আয় কে ধসিয়ে দিবে। একাধিক সাইটের বেলায় নবীনতম সাইট টি শুরুতে খুব ভাল করবে না এটাই স্বাভাবিক। তাই এটি একটি বাজে নিয়ম যা চিতিকা তে নাই।
৮। ১১ টি ভিন্ন ফরমেটঃ
চিতিকার এড ১১ টি ভিন্ন ভিন্ন ফরমেটে বসানো যেতে পারে, তার মাযে ৬ টি তে একাধিক পণ্য প্রদর্শনের সুবিধা রয়েছে।
৯। ইমেজ সহ এডঃ
চিতিকার এডে ইমেজ রয়েছে। যা কন্টেন্ট থেকে এডকে আলাদা করে এবং সহজেই ভিজিটরের চোখে পরতে সাহায্য করে।
১০। টপ কোয়ালিটি বিজ্ঞাপনদাতাঃ
Amazon.com, Shopping.com, Overstock.com ইত্যাদি হল চিতিকাতে বিজ্ঞাপন দেয়া কিছু কোম্পানির উদাহরন।
সাইন আপ করতে chitika
লেখা টি ভাল লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন বা গঠনমূলক সমালোচনা করুন।
ফেসবুকে আমি
আমি আনোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai. ei website ki Impressions e $$$ de?