গুগল এডসেন্স হলো পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা। একে অনলাইন মানি ম্যাকিং মিরাকেল বলা হয়। ব্লগিং করার মাধ্যমে আপনি খুব সহজেই এ্যাডসেন্স ব্যবহার করতে পারেন এবং শুরু করতে পারেন অনলাইনে আয়। বাংলাদেশের অনেক ব্লগারই তাদের ব্লগে গুগলের বিজ্ঞাপন প্রদর্শণ করাচ্ছে এবং প্রতিনিয়ত আয় করছেন। আপনিও যাতে বিষয়টি জানেন তাই গুগল এডসেন্স নিয়ে মার্কস আইটির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজ দেখুন –৭ পর্ব। আজকের বিষয়ঃ
বিঃদ্রঃ বর্তমানে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করার সিস্টেম চালু হয়েছে পরবর্তী লেসনে তা সংযুক্ত করা হবে।
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই প্লিজ, Wire Transfer সম্পর্কে দ্রুত তথ্য দিন; কারন এটাই সবচে দ্রুত, তারাতারি, নিরাপদে ও বিনা খরচে transaction করে থাকে। আমি DBBL (ডাচ-বাংলা) তে অনেক ভাবে চেষ্টা করেও পারতেছিনা। প্রত্যেকবারই Payment Failed reply আস্তেছে। আল্লাহ্ ই জানে কি হইছে।