ব্লগারদের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে অনলাইনে অর্থ উপার্জন। কিন্তু ব্লগিং এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন কি এত সহজ ? না, সহজ নয়। অনলাইনে অর্থ উপার্জনের ক্ষেত্রে দুইটি উপায় বেশি জনপ্রিয় আর তা হল (১) Affiliate Marketing (২) Ad Publishing। ব্লগে এড পাবলিশ করে যারা অর্থ উপার্জন করতে চান তাদের মধ্যে বেশিরভাগেরই ইচ্ছা থাকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন। আপনি হয়তো বিভিন্ন এড পাবলিশিং কোম্পানির মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু অ্যাডসেন্স সবার উপরে।
কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া কি খুব সহজ ? সহজ নয়। কিন্তু যদি আপনি সঠিক ভাবে গুগল অ্যাডসেন্স এর পলিসি গুলো অনুসরন করতে পারেন তাহলে অ্যাডসেন্স প্রাপ্তি সুনিশ্চিত। গুগল তাঁর পলিসিগুলোতে কখনই অনেক গুলো বিষয় বিস্তারিতভাবে খুলে বলে না।
যদি আপনি উপরোক্ত শর্ত সমুহ পুরন করে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেন, তাহলে সাফল্যের সম্ভাবনা ৯৯%। বাকিটা আপনার ভাগ্য। আরো বিস্তারিত জানতে চাইলে এটাও পড়তে পারেন Wonderful Guidelines for Google Adsense Approval।
আপনারা কেউ যদি কোন টিউমেন্টস করতে চান, করতে পারেন। আমি কোন মাইন্ড করবোনা।
আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।
ধন্যবাদ ভাই । আমি Android নিয়ে ব্লগ বানাতে চাই । এতে Android এর সব নতুন খবর , মোবাইল আপডেট , টিউটোরিয়াল , অ্যাপস রিভিউ থাকবে । আর সবই ইউনিক থাকবে । তাহলে কি অ্যাডসেন্স পাবো না ? Android তো গুগলের প্রোডাক্ট ।