যেসব বিষয় অনুসরন করলে গুগল অ্যাডসেন্স প্রাপ্তি প্রায় নিশ্চিত ?

ব্লগারদের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে অনলাইনে অর্থ উপার্জন। কিন্তু ব্লগিং এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন কি এত সহজ ? না, সহজ নয়। অনলাইনে অর্থ উপার্জনের ক্ষেত্রে দুইটি উপায় বেশি জনপ্রিয় আর তা হল (১) Affiliate Marketing (২) Ad Publishing। ব্লগে এড পাবলিশ করে যারা অর্থ উপার্জন করতে চান তাদের মধ্যে বেশিরভাগেরই ইচ্ছা থাকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন। আপনি হয়তো বিভিন্ন এড পাবলিশিং কোম্পানির মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু অ্যাডসেন্স সবার উপরে।

কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া কি খুব সহজ ? সহজ নয়। কিন্তু যদি আপনি সঠিক ভাবে গুগল অ্যাডসেন্স এর পলিসি গুলো অনুসরন করতে পারেন তাহলে অ্যাডসেন্স প্রাপ্তি সুনিশ্চিত। গুগল তাঁর পলিসিগুলোতে কখনই অনেক গুলো বিষয় বিস্তারিতভাবে খুলে বলে না।

অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করার সময় যেসব বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ঃ

  • টপ লেভেল ডোমেইন ব্যবহার করতে হবে। যেমনঃ  .com, .co, .net, .org  ইত্যাদি।
  • ভাল কোন হোস্টিং প্লেস নির্বাচন করতে হবে। ফ্রি হোস্টিং এ খাওয়া নাই।
  • সাদা ব্যাকগ্রাউন্ডের থিম ব্যবহার করতে হবে এবং প্রিমিয়াম থিম হলে ভাল। থিম ব্যবহারের সময় থিমটি চেক করে নিতে হবে। থিম চেক করার জন্য আপনি আপনার সাইটে Theme Authenticity Checker (TAC) প্লাগিনটি ইন্সটল করতে পারেন।
  • নীশ ব্লগ তৈরি করলে ভাল। গুগল এটা পছন্দ করে।
  • ইউনিক কন্টেন্ট লিখতে হবে। কমপক্ষে ৩০০ - ৪০০ শব্দের কন্টেন্ট হতে হবে। ইংরেজিতে সাইট বানালে অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • কমপক্ষে ২০-৩০ টি ইউনিক টিউন থাকতে হবে।
  • কোন ব্ল্যাঙ্ক পেজ থাকা চলবে না।
  • কপিরাইট ফ্রী ছবি ব্যবহার করতে হবে।
  • আপনার সাইটে এই তিনটি পেজ অবশ্যই থাকতে হবে আর তা হলঃ “about” পেজ, “contact” পেজ, and “privacy policy” পেজ।
  • আপনার সাইট অবশ্যই গুগলে এ ইনডেক্সিং করা থাকতে হবে।
  • আপনার সাইটটিকে গুগল এনালিটিক্স এ করতে হবে।
  • নোংরা বিষয় সম্পর্কে কন্টেন্ট, ড্রাগস সম্পর্কিত কন্টেন্ট,  জুয়া সম্পর্কিত কন্টেন্ট, গুগল প্রোডাক্টস সম্পর্কিত কন্টেন্ট, হ্যাকিং সম্পর্কিত কন্টেন্ট থাকলে অনুমোদন পাবেন না।
  • আপনার সাইটের বয়স কমপক্ষে ৩-৪ মাস হতে হবে অন্যথায় সম্ভবনা কম।
  • আপনার সাইটের পেজ নেভিগেশন ক্লিয়ার হতে হবে।
  • অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করার পূর্বে অন্যদের এডস ডিজেবল করে রাখতে হবে।
  • অ্যাডসেন্স এ এপ্লাই করার পরে আপ্প্রভ হওয়ার আগ পর্যন্ত (রিভিউ কালিন সময়) আপনার সাইটের ব্যাক এন্ডে প্রবেশ করবেন না, কোন টিউন করবেন না, এস ই ও করবেন না এবং হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলে অ্যাডসেন্স একাউন্টে লগইন করবেন না।

যদি আপনি উপরোক্ত শর্ত সমুহ পুরন করে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেন, তাহলে সাফল্যের সম্ভাবনা  ৯৯%। বাকিটা আপনার ভাগ্য। আরো বিস্তারিত জানতে চাইলে এটাও পড়তে পারেন  Wonderful Guidelines for Google Adsense Approval

আপনারা কেউ যদি কোন টিউমেন্টস করতে চান, করতে পারেন। আমি কোন মাইন্ড করবোনা।

Level 2

আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই । আমি Android নিয়ে ব্লগ বানাতে চাই । এতে Android এর সব নতুন খবর , মোবাইল আপডেট , টিউটোরিয়াল , অ্যাপস রিভিউ থাকবে । আর সবই ইউনিক থাকবে । তাহলে কি অ্যাডসেন্স পাবো না ? Android তো গুগলের প্রোডাক্ট ।

আমার ত মনে হয় আপনি যা যা বলছেন সবই আমার সাইট freeandroidapps1.com এ আছে তাহলে approve হয় না কেন ?

Level 2

কারন, আপনি গুগলের পণ্য নিয়ে লিখেছেন। অন্য কোন টপিক্স নিয়ে ব্লগ তৈরি করে আবার চেস্টা করুন এবং আদসেন্সে আপ্প্রভালের পরে তখন আপনি এই সাইটেও ব্যবহার করতে পারবেন।