বিগত অনেক দিন যাবৎ গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করে আসছি। প্রত্যেক বারেই এপ্লাই করার একটু পর মেইল আসত কপি মেটেরিয়াল। যাই হোক কপি মেটেরিয়াল খুজে বের করতে করতে বছর পার করে দিলাম । িএর মাঝে আবার পরীক্ষার ঝামেলা । অবশেষে ট্রাই করলাম 3-4 দিন আগে । এবার ও রিজেক্ট করে দিল । কিন্তু এবার রিজেক্ট করার কারণ দেখাল অন্য একটা । মেইলে বলা হল ইনকারেক্ট কন্ট্রাক এড্রেস । মেইলটা দেখে একটু খানি বুঝতে পারলাম যে আমার কপি মেটেরিয়াল সমস্যা সমাধান । তাই ত সাহস করে আবার এপ্লাই দিলাম । িএবার জানাল হল আমার সাইট রিভিউ তে রাখা হয়েছে । আর দেরি না করে একটা প্রাইভেসি পলিসি পেইজ বানালাম আর 2 টা নতুন পোষ্ট দিলাম । আরও 2-3 টা দেয়ার ই্ছা ছিল কিন্তু এর আগেই দেখি সাইটে এড দেখাচ্ছে । তার মানে আমার এডসেন্স এপ্রুভ হয়েছে । আর একটা কথা আমার সাই এর টেরিফ তেমন বেশি না আর পোষ্ট ও মাত্র 54 টা ।
এবার কাজের কথায় আসি । আমার এগুলা সম্পর্কে তেমন কোনো ধারনা নাই তাই আশা করব এক্সপার্ট রা একটু সাহায্য করবেন । ধন্যবাদ ।
আমার সাইট এর ঠিকানা : http://jabadbd24.blogspot.com
আরেক টা কথা এডসেন্স এর সাথে কি আর কোনো এড ইউনিট ব্যাবহার করা যাবে?
আমি jabad bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্য Ad থাকলে সেটা নিয়ে AdSense এর কোন মাথা ব্যাথা নেই। কাজেই আপনি অন্য এড ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মনে হয় আর কোন এড না দেয়াই ভাল। তারা খুব একটা ডলার দিবেনা। খামোখা সাইট স্পীড ডাউন করে লাভ কি?
তবে অন্য এড যদি ব্যবহার করেন তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ফুল পেজ এড, ফ্লাই আউট এড, অন্য সাইটে রিডিরেক্ট করে এমন কোন এড দিলে আপনার এডসেন্স এর ক্ষতি হতে পারে।
বিস্তারিত দেখুন- http://munnamark.blogspot.com/2013/05/Ad-Placing-Guidelines.html