গুগল এডসেন্স সম্পর্কে জানুন (নতুনদের জন্য)

আবার অনেকেই কিছুটা জানেন। যেহেতু আমরা ব্লগ থেকে করার চিন্তা করছি এবং আয়ের উপায়গুলি জানতে চাচ্ছি, সেহেতু ব্লগ থেকে আয়ের প্রধান এবং সবচেয়ে ভালো উপায় গুগল এডসেন্স সম্পর্কে জানতে হবে।

গুগল এডসেন্স কি?

আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে, গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগারদেরকে টাকা দেয়। ব্লগ থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়।

গুগল কেন আমাদেরকে টাকা দেয়?

গুগলের আরেকটা সার্ভিস আছে, যার নাম গুগল এডওয়ার্ড। গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর এডসেন্স সার্ভিসের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে টাকা প্রদানকৃত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করায়। এখন গুগল যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সার্ভিস পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়।

গুগল ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে মাসে কত টাকা দেয়?

কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে, গুগল আপনাকে মাসে কত টাকা দেয়। এরকম ধারণা অনেকেরই আছে যে কষ্ট করে গুগল এডসেন্স একাউন্ট পেয়ে গেলেই গুগল আমাকে মাসে মাসে টাকা দিবে। যাদের এরকম ধারণা আছে, তারা এবার কথাটা জানুন।

গুগল আপনাকে মাসে মাসে কোন টাকা দিবে না, কারন গুগল আপনাকে চাকরি দেয়নি। আপনার ব্লগের মাধ্যমে যদি গুগলের কোন ইনকাম না হয়, গুগল কেন আপনাকে টাকা দিবে?

এডসেন্স এর টাকার পরিমান নির্ভর করে ব্লগের ভিজিটর এর উপর। আপনার যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে আপনি ভালো আয় করতে পারবেন অন্যথায় পারবেন না। গুগল আপনার সাইটে বিজ্ঞাপন অর্থাৎ অন্য ওয়েবসাইট এর লিঙ্ক প্রদর্শন করাবে, এখন আপনার ব্লগের ভিজিটর যদি সেই লিঙ্কে ক্লিক করে বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে যায় তাহলেই আপনি টাকা পাবেন।

কিভাবে টাকা হাতে পাব?

গুগল ব্লগারদেরকে দুই ভাবে টাকা দেয়। ১. Western Union এবং ২. ব্যাঙ্ক চেক এর মাধ্যমে। দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের দেশে Western Union এর মাধ্যমে টাকা দেয়া হয় না। ফলে আমাদের টাকা হাতে পেতে দেরি হয়। আপনার একাউন্টে $100 বা তার বেশি জমা হলে প্রত্যেক মাসের ২৩-২৫ তারিখের মধ্যে একটি ব্যাঙ্ক চেক আপনার ঠিকানায় পোস্ট করা হবে।

চেক আসতে নরমালি পোস্ট-অফিসের মাধ্যমে আনলে ২০-২৫ দিন সময় নেয়। এর আপনি যদি DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনেন তাহলে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন (এক্ষেত্রে ৩০ ডলার কেটে নেয়া হবে)। চেক হাতে পাওয়ার পর চেকটি যে কোন ব্যাঙ্কে জমা দিলেই আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হতেও কিছুদিন সময় লাগে।

গুগলের এড ব্লগে বসালেই কি টাকা আসা শুরু হবে?

গুগলের এড ব্লগে বসালেই টাকা আসা শুরু হবে এটা আরেকটা ভুল ধারণা। অনেকেই মনে করেন ব্লগে এড বসালেই টাকা আসা শুরু হবে। আমি নিশ্চিত প্রত্যেক ব্লগারই এই কথা ভাবেন। কিন্তু এডসেন্স একাউন্ট পাবার পরে তারা আসল বিষয়টি বুঝতে পারেন। এটা ভাবা আসলে কোন দোষের কিছু নয়। আমিও একসময় এটাই ভাবতাম, কিন্তু এখন বুঝি যে আসলে এডসেন্স থেকে আয় করা এত সহজ না। এডসেন্স থেকে আয় করতে হলে আপনার প্রয়োজন হবে প্রচুর ট্রাফিক। অনেকেই বলেন যে আমার সাইটে দৈনিক ১০০০-১২০০ ভিজিটর আসে। তাদেরকে বলছি আপনি কি কখনো আপনার সাইটের বাউন্স রেট দেখেছেন? শুধু ভিজিটর আসলেই হবে না, ভিজিটর কে সন্তুষ্টও করতে হবে। একজন ভিজিটর যখন আপনার সাইটে সন্তুষ্ট হওয়ার মত কিছু পাবে, নিশ্চয় তখন কিছু সময় আপনার সাইটে থাকবে। এর যখন একজন ভিজিটর কিছুক্ষণ আপনার সাইটে থাকবে তখন আপনার সাইটে বিজ্ঞাপনের দিকে তার নজর দিবে এবং ক্লিক দিবে। অন্যথায় ভিজিটর এসে যদি আপনার সাইটে কিছু না পায়, তাহলে নিশ্চয় সে আপনার সাইটে থাকবেনা। সাইটে ভিজিটর না থাকলে বিজ্ঞাপনে ক্লিক পরার কোন সম্ভাবনা নেই। এর বিজ্ঞাপনে ক্লিক না পরলে টাকা আয়ের প্রশ্নই আসে না। এখন বলুন গুগলের এড ব্লগে বসালেই কি টাকা আসা শুরু হবে?

কিভাবে বুঝব আমার সাইট এডসেন্স উপযোগী কিনা?

ব্লগিং স্কুলের ফেসবুক গ্রুপে অনেকেই প্রশ্ন করেছেন যে, কিভাবে বুঝব আমার সাইট এডসেন্স উপযোগী কিনা? নিজের ব্লগটিকে এডমিন হিসেবে না দেখে ভিজিটর হিসেবে দেখুন। আমি নিশ্চিত আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরেও যদি বুঝতে না পারেন যে, আমার সাইটে কোন সমস্যা আছে কিনা। তাহলে সোজা গিয়ে এডসেন্স এ এপ্লাই করুন। আপনার সাইট ভালো হলে গুগল আপনাকে এডসেন্স দিয়ে দিবে অথবা কি সমস্যা আছে সেটা বলে দিবে। আমিও কিন্তু এভাবেই এডসেন্স পেয়েছিলাম। যাই হোক, ভালো মানের কন্টেন্ট লিখুন অবশ্যই এডসেন্স পাবেন। গুগল শুধুমাত্র কন্টেন্টই দেখে, ডিজাইনটা দেখে না। অনেকেই বলে যে, ভাই আমার সাইটের ডিজাইনটা দেখেন। আরে ভাই, ভিজিটর এসে কি বসে বসে আপনার ডিজাইন দেখবে? ডিজাইন এর পিছনে সময় নষ্ট না করে প্রচুর এবং ভালো কুয়ালিটির আর্টিকেল লিখুন।

এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার প্রধান শর্ত সমুহঃ

  • অবশ্যই ১০-১২ ভালো কুয়ালিটির আরটিকেল থাকতে হবে।
  • অন্য কোন কোম্পানির এড থাকা যাবে না।
  • পপ-আপ উইন্ডো যেমনঃ ফেসবুক লাইক বক্স থাকা যাবে না।
  • কপি-পেস্ট কন্টেন্ট থাকা যাবে না।
  • কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু রাখা যাবে না।
  • এডাল্ট, হ্যাকিং, কোন জাতি বা গোষ্ঠীকে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে এমন কোন কন্টেন্ট থাকা যাবে না।
  • অনেকে বলেন ভালো ভিজিটর থাকতে হবে। আমি বলি না, কোন ভিজিটরের প্রয়োজন নেই (সম্পূর্ণ আমার মতামত)।
  • গুগল সমর্থন করে না এমন কোন ভাষার কন্টেন্ট থাকা যাবে না। (যেমনঃ বাংলা ভাষা গুগপ্ল সমর্থন করে না)
  • টপ লেভেল ডোমেইন হতে হবে। অর্থাৎ সাব-ডোমেইন হলে একাউন্ট এপ্রুভ হবে না। (তবে ব্লগস্পট এর বিষয়টা আলাদা)

এই বিষয় গুলি মেনে চললেই আপনি পেয়ে যেতে পারেন এডসেন্স একাউন্ট। আর নিয়মিত পরিশ্রম করলে একদিন আপনিও মাসে আয় করতে পারবেন হাজার হাজার ডলার।

প্রথম প্রকাশঃ  ব্লগিং স্কুল

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনার প্রায় সব কথাই ঠিক আছে শুধু যেখানে ভুল তা ধরিয়ে দিলাম-
১. অন্য কোনো কোম্পানীর এড থগাকা যাবে না, কথাটা সম্পূর্ণ ভুল। এডসেন্সের নীতিমালার বিরোধী না এমন এড রাখা যাবে। বিডভারটাইজার, চিথিকা, ইনফোলিংক্স ব্যবহার করা যাবে। অন্য কোনো এড নিয়ে কনফিউশন থাকলে এডসেন্স ফোরামে প্রশ্ন করুন।

    @সেতু: ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। এটা আমিও জানতাম। অনেক ভেবে-চিন্তেই এটা লিখেছি। নতুন ব্লগারদের ব্লগের কুয়ালিটি এমনিতেই খারাপ থাকে (সবার ক্ষেত্রে না)। তারপর যদি ব্লগ এড দিয়ে ভরে ফেলে তাহলে ব্লগের চেহারা কেমন হবে একটু চিন্তা করুন। এই অবস্থায় এড না দেয়ার সাজেশন দেয়াই কি বেটার না?

      ভাই, বাংলাভাষায় তৈরীকৃত বগ্লকে কিভাবে এডসেন্স এর যুক্ত করতে পারি বা ব্যবহার করতে পারি, সে বিষয়ে একটু বললে উপকৃত হতাম।

        @সুজয় “এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার প্রধান শর্ত সমুহ” এই প্যারা টি আরেক বার পড়ুন।

      Level New

      @ওবুঝ বাঙালী: আপনার যুক্তি মেনে নিলাম। নতুনদের অনে এড-এর চিন্তা মাথায় না রাখাই ভালো।

    Level 0

    @সেতু: ভাইয়া, গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করার সময় যদি আমার সাইটে AMAZON অথবা EBAY এর এড থাকে তাহলে কি গুগল মামা আপ্প্রভ করবেনা?

      Level New

      @rblrana: Amazon কোনো সমস্যা না। E-bay এর ব্যাপারটা আমার ঠিক মনে নেই। আসলে প্রায় ২ বছর হয়ে গেল এডসেন্স নিয়ে কাজ করছি না।

ধন্যবাদ ভাই। অনেক কিছু জানতে পারলাম।

Adsense এর সাথে Infolinks ব্যবহার করা হারাম ।

ভাই আমার সাইট টা একটু কষ্ট করে দেকবেন অ্যাডসেন্স পাওয়ার উপযক্ত কিনা।
http://www.starforever.net/

    @Abdul Kader নিজের ব্লগটিকে এডমিন হিসেবে না দেখে ভিজিটর হিসেবে দেখুন। আমি নিশ্চিত আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরেও যদি বুঝতে না পারেন যে, আমার সাইটে কোন সমস্যা আছে কিনা। তাহলে সোজা গিয়ে এডসেন্স এ এপ্লাই করুন। আপনার সাইট ভালো হলে গুগল আপনাকে এডসেন্স দিয়ে দিবে অথবা কি সমস্যা আছে সেটা বলে দিবে।

    @Abdul Kader:পোষ্টটা কি ঠিকমত পড়েছেন?

fv‡j †cv÷ Avcbv‡K ab¨ ev`

sora sori ei pag a bangla likhte parsina kano?

আপনারা যারা বিগেনার ব্লগার এবং Google মামার ফ্রি BlogSpot এর সাথে ব্লগিং করে অথবা YouTube এ Video Upload করে Google AdSense থেকে আয় করতে আগ্রহি অথচ, শত চেস্টা কোরেও Google AdSense Account Approved করতে পারছেন না। অ্যাডসেন্স নামের সোনার হরিণের পেছনে হোন্নে হয়ে ঘুরছেন। তাদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে আপনাদের আর অ্যাডসেন্স এর পিছনে ঘুরতে হবেনা। যার যার গুগল অ্যাডসেন্স এ্যাকাউন্ট প্রোয়জন তারা যোগাযোগ কোরতে পারেন আমার সাথে। কোন ওয়েব সাইট বা ব্লগের প্রোয়জন নেই, নেই শত সহস্র পোস্টের। প্রোয়জন শুধু মাত্র পেই নেম আর সময় দুই দিন। ব্যাস পেয়ে যাবেন আপনার গুগল অ্যাডসেন্স এ্যাকাউন্ট। ফোনঃ ০১৯১৮-১৯০৬৯৪

    Level 0

    @Jahangir Kabir: আপনারা চাইলে সহজেই পেতে পারেন Hosted Adsense Account শুধুমাত্র Youtube থেকেই এবং অত্যন্ত কম সময়ে। আমি মাত্র দুই ঘণ্টায় পেয়েসি।

আমার ব্লগ থেকে google Adsense এর জন্য আবেদন করতে পারছিনা। http://www.google.com/adsense থেকে চেষ্টা করেছি, এই লিখা আসে please register for Adsense directly from blogger.com
(ব্লগের ডেসবোর্ড থেকে Earnings নামে অপশন থাকে এবং সেখান্ থেকে google Adsense এ এপ্লিকেশন করতে হয়।) আমি আমার ব্লগের কোথাও Earnings অপশন টি খুঁজে পাইনি। এখন আমি কি করতে পারি। বড় ভাইদের কাছে হেল্প কামনা করছি। আমার ব্লগ http://www.technologyrbd.blogspot.com

আমার http://elibrery.simdif.com/ এই ওয়েবসাইটের জন্য এডসেন্স এ আপ্লাই করব ভাবছিলাম কিন্তু গুগল যেহেতু বাংলা সাপোর্ট করে না সেহেতু আর সম্ভব হল না। 🙁 🙁 🙁

খুব ভালো লিখেছেন। তবে আমি গুগল এডসেন্স থেকে কিভাবে আয় হয় লিখেছি, কিন্তু আপনার মত এত সুন্দর ও গুছিয়ে লিখতে পারিনি। https://www.rashtrakutas.com/2020/01/google-adsense-earn-money.html