দাড়িওয়ালা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমোভ করুন নিখুত ভাবে -
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আমিও ভালোই আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোশপের একটি টিউটোরিয়াল নিয়ে।
আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা হয়ত ব্যাকগ্রাউন্ড রিমোভ করার কাজ করে থাকবেন। তো এ জন্য পেন টুল, কুইক সিলেকশন টুল, লেসো টুল, ম্যাজিক সিলেকশন টুল ব্যবহার করে থাকি। এগুলোর মাধ্যমে যখন কোন দাড়িওয়ালা ছবি কিংবা উস্কো খুশকো চুল বা মেয়েদের চুল ওয়ালা ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করলে দেখা
যায় তা পারফেক্ট ভাবে হয়না বা কিছু অংশ বাদ পড়ে যায়। তাই আমি আজ আপনাদের দেখাব কিভাবে এরকম ছবির ব্যাকগ্রাউন্ড নিখুতভাবে রিমোভ করবেন। তো চলুন শুরু করি -
উপকরণ ঃ ১। photoshop cs বা uper version
২। দাড়ীওয়ালা ছবি।
প্রথমে photoshop ওপেন করে নিন। এখন দাড়িওয়ালা ছবি টি ওপেন করে নেন।
এখন Quick selection tool টিতে ক্লিক করুন অথবা কিবোর্ড হতে W প্রেস করুন।
কুইক সিলেকশন টুলের প্লাস আইকনে ক্লিক করুন
এবার ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট পরিমাণ জায়গায় ড্রাগ করে করে ব্যাকগ্রাউন্টি সিলেকশন করে নিন।
সিলেকশনের ক্ষেত্রে দাড়ির কিছুটা বাইরে রেখে দিতে হবে নিচের দেখানো ছবির মত করে।
সিলেকশনের পারফেক্টের জন্য + - আইকনে ক্লিক করে নিখুতভাবে করতে হবে
এবার সিলেকশনটিকে ইনভার্স করার জন্য Select>inverse অপশনে ক্লিক করি।
এবার ছবিটির মাস্ক তৈরি করে নিতে হবে এজন্য ইমেজে দেখানো জায়গায় ক্লিক করতে হবে।
মাস্ক তৈরি হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার সিলেক্ট করতে হবে। নিচের ইমেজে দেখানো আইকনে ক্লিক করে
এবার পছন্দ মত একটি কালার নির্বাচণ করে অকে প্রেস করি
এবার লেয়ার দুটিকে সঠিক জায়গায় বসাতে হবে অর্থাৎ ছবির লেয়ার টিকে কালারের উপরে আনতে হবে।
এজন্য কালারের লেয়ারটিকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে অর্থাৎ ছবির লেয়ারের নিচে ছেড়ে দেই।
এবার ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। এখন ছবির মাস্কে ক্লিক করে তারপর মাউসের রাইট বাটনে প্রেস করি। Refine mask অপশনটিতে ক্লিক করি।
ইমেজে দেখানো কাজ গুলো ঠিক ভাবে করি। smart radious = 8.5
smoth = 0
feathers= 1.7
রেখে দাড়ির শেষের দিকে ব্রাস টুলের সাহায্যে ড্রাগ করে নেই তাহলেই ব্যাকগ্রাউন্ড রিমোভ হবে।
যে জায়গা গুলোতে সমস্যা ছিল কিছুটা করে সেখানেই ড্রাগ করে নেই। তাহলেই সুন্দর ভাবে রিমোভ হবে ব্যাকগ্রাউন্ড।
এবার ঠিকঠাক মত হয়ে গেলে অকে বোতামে ক্লিক করি।
দেখুন সুন্দর ভাবে ব্যাকগ্রাউনটি রিমোভ হয়ে গেলো কোন রকম দাড়ি কাটা ছাড়াই। কোন অংশই বাদ পড়ে নি।
কেমন লাগল আজকের বিষয় টি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।
আরও নতুন নতুন অফার এবং টিপস এর জন্য আমার ছোট ওয়েবসাইতে ঘুরে আসার জন্য সকলকে অনুরোধ রইল : http://www.sanzidredoy24.xyz
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।