আজ আমরা শিখব কিভাবে typography effect তৈরি করতে হয়।
ফটোশপ ওপেন করার পর Typing tool select করুন।
তারপর আপনার যা টাইপ করতে ইচ্ছে হয় করুন। আমি এখানে লিখলাম itbangla.in
তবে খেয়াল রাখবেন ফ্রন্টটি ছোট সাইজ যেন হয়। এখানে আমি ফুল HD সাইজ, মানে পেজের মাপ হল ১৯২০*১০৮০ এবং ফ্রন্ট সাইজ ৩০
একটা স্পেস দিয়ে লেখাটা কপি করুন, তারপর পেস্ট করতে থাকুন।
এবার একটু আরেঞ্জ করে নিন। চেষ্টা করবেন পুরো পেজটা ভরিয়ে দিতে। প্রথম লাইনটা কপি করে নিয়ে পেস্ট করতে থাকুন, যতক্ষন না পুরো পেজ ভরে যাচ্ছে।
এবার Move Tool এর সাহায্যে adjust করে নিন।
এবার যে ছবিটার উপর typography effect করতে চান সেটি নিয়ে আসুন।
আমি এই মেয়েটির ফেস টির উপর typography effect তৈরি করতে চাই।
সবসময় চেষ্টা করবেন png format নিতে। তাহলে typography effect টি খুব সহজে পেয়ে যাবেন।
এবার Move Tool এর সাহায্যে Drag and drop করুন টেক্সট লেয়ার এর উপর।
এবার Ctrl+T প্রেস করে scale tool select করুন ছবিটি adjust করার জন্য।
এবার Ctrl+J প্রেস করুন, Layer টি duplicate করার জন্য। কেন duplicate করবেন সেটা পরে বলছি।
এবার ইমেজ টির মেন লেয়ার টি off করে দিন।
এবার duplicate layer টি সিলেক্ট করুন।
Hold the Ctrl button এবং click করুন Text layer টির উপর।
তাহলে পুরো Text layer টি সিলেক্ট হয়ে যাবে।
তারপর প্রেস করুন Ctrl+Shif+I
এরপর Delete button প্রেস করুন।
Ctrl+D for de-selection
দেখুন ইমেজ টিতে একটি সুন্দর অথচ খুব সহজে typography effect এসে গেছে।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।