কিভাবে ছবি যুক্ত করবেন Text উপর – Photoshop Tutorial CS6

How to put image in text in Photoshop?  আজ আমরা শিখব কিভাবে একটি text এর উপর image যোগ করতে হয়? আর এর জন্য আজ আমি use করছি Photoshop Cs6

প্রথমে ইমেজ টিকে ওপেন করে নিন, যেটি আপনি টেক্সট এর সাথে use করতে চান।

এবার লেয়ার টি unlock  করে নিন, just double click করে।

Now select Text tool, যার শর্ট কাট হল T

এবার যা টাইপ করতে চান লিখে নিন। আমি এখানে লিখলাম The Way

এবার আপনার ইচ্ছেমত একটি ফ্রন্ট সিলেক্ট করে নিন, যেটা ভালো লাগে। তো আমি আমার মত একটি নিলাম।

এবার স্কেল টুল এর সাহায্যে text টি resize করে নেব মনের মত করে। short cut – Ctrl+T

এবার ইমেজটিকে আমরা text এর উপরের layer এ নিয়ে যাব।

এরপর Alt কে hold করে, ইমেজ আর টেক্সট এর মাঝামাঝি click করব masking করার জন্য। কি কঠিন মনে হল? তাহলে চলুন এর একটি method দেখি।

ছবিটার উপর right click করে Create Clipping Mask option এ যান

দেখুন টেক্সট এর এরিয়া বাদ দিয়ে ইমেজের বাকি অংশ নেই। কি খুব সহজে অ্যাড করা হয়ে গেল টেক্সট এর উপর ইমেজ। এবার নিজেরা একবার try করে দেখুন। খুব সহজ।

চলুন আর একটু creativity ফলানো যাক।

এবার টেক্সট layer টির উপর double click করুন। তাহলে Layer Style ওপেন হয়ে যাবে।

Bevel & Emboss add করে দিন।

পারলে Drop Shadow add করে দিন।

যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বা টিউমেন্ট করে জানান। পারলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর technology বিষয়ক বাংলা ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই subscribe করুন।

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস