দূর করুন মুখের দাগ/ব্রণ/স্পট : মুখের দাগ নিয়ে আমাদের বিশেষ করে মেয়েদের দুশ্চিন্তার কোন অন্ত নেই। এই দাগ থেকে মুক্তি পেতে আমাদের চেষ্টারও কোন শেষ নেই। এই ক্রিম, সেই ক্রিম আরও কতো কি! মুখে ব্রণ, মেশতা কিংবা র্যাশের দাগ থাকলে কার ই বা ভাল লাগে বলুন। কে না চায় দাগহীন সুন্দর একটা মুখের ছবি! দেখা গেল, খুব সুন্দর একটা ছবি তুলেছেন, ছবির সব কিছুই খুব ভাল লাগছে, শুধু আপনার মুখের দাগের জন্য ছবির সব সৌন্দর্যের বারোটা বেজে গেছে! এমন হলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে এখন আর কোন চিন্তা নেই। এখানেও ফটোশপ রয়েছে আপনার সাহায্যে! একমাত্র ফটোশপই আপনাকে দিতে পারে দাগহীন সুন্দর একটা মুখ, কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, তাও মাত্র কয়েক মিনিটে! কিভাবে? আমাদের আসল উদ্দেশ্য হলো মূল ছবি থেকে বিভিন্ন অবাঞ্চিত দাগ দূর করা।
বিস্তারিত দেখতে নিচের ভিডিওটি দেখুন:
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।