PSD ফাইল কিভাবে ফটোশপে টেমপ্লেট আকারে ব্যবহার করবেন

সবাইকে স্বাগতম ন্তুন আর একটি টিওটরিয়ালে। আজ আমি আপনাদের সাথে ফটোসপে কাজ করার ছোট একটি টিপস শেয়ার করব।

অনেক সময় ফটোশপে কাজ করতে গিয়ে আমাদের একই ধরনের প্রোজেক্টে বারবার কাজ করতে হয়। ধরুন আপনি প্রিন্ট বিজনেসের সাথে জড়িত। সেক্ষেত্রে আপনাকে একই বিজনেস কার্ড বা ইনভাইটেশন কার্ড -এ বারবার এডিট করে প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি সেই নির্দিষ্ট ডিজাইনটির একটি টেমপ্লেট তৈরি করে রাখেন তাহলে আপনার কাজ অনেক অংশেই সহজ হয়ে যাবে।

নিচের ভিডিওটিতে কিভাবে আপনি কোন PSD ফাইলকে টেমপ্লেট আকারে ব্যবহার করবেন বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

সাধারনভাবে কোন PSD ফাইল যদি আপনি ওপেন করে এডিট করতে যান তখন ওই ফাইলে কোন পরিবর্তন যদি করেন সে ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তনটি মূল PSD ফাইলে সম্পন্ন হয়। হ্যাঁ, আপনি সেটে এড়াতে পারবেন যদি আপনি ফাইলটিকে সেভ এস-এ গিয়ে আলাদা কোন নামে সেভ করেন। কিন্তু অনেক সময় আমরা ভুলে আলাদা নামে সেভ না করে সেভ করে ফেলি। সে ক্ষেত্রে আমাদের মূল ফাইলে পরিবর্তনটি হয়ে যায় যা আমরা চাই না। আমরা যদি ওই PSD ফাইলটিকে টেমপ্লেট ফাইলে রূপান্তর করে নিতে পারি তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যায়।

আশাকরি এই টিওটরিয়ালটি থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভাল লেগে থাকা তাহলে অবশ্যই থামস আপ বাটনে ক্লিক করে জানিয়ে দিবেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...

ফেসবুকে আমি ও

ইউটিউবে আমি

 

আমার পূর্বের টিওটরিয়ালগুলিঃ

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস