ফটোশপের বাংলা টিউটোরিয়াল – চতুর্থ পর্ব

কেমন আছেন সবাই ?  আশা করি ভালো  আছেন। কথা না বারিয়ে কাজ শুরু করি।

এডোবি ফটোশপ কেন শিখবঃ

এডোবি ফটোশপ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিজুয়্যাল এমন কোন কাজ নেই যেখানে ফটোশপের প্রয়োজন হয় না। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ভিজুয়্যা`ল ইফেক্টস সহ সকল ক্ষেত্রে ফটোশপ লাগবেই। একজন সাধারণ ইউজার থেকে শুরু করে প্রফেশনালদের জন্য ফটোশপ কাজে লাগেই। অফিসিয়াল কাজেও ফটোশপের প্রয়োজন হয়। তাই ফটোশপ নিয়ে প্রয়োজন পরিপূর্ণ ধারণা। ব্যাসিক থেকে শুরু করে এডভান্স সকল ফটোশপ টেকনিক জানা উচিত ডিজাইনারদের বিশেষ করে গ্রাফিক্স ডিজাই্ন যাদের ভবিষ্যত ক্যারিয়ার।

কাদের জন্য এই কোর্স 

যারা নতুন করে ফটোশপ শিখে, গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাদের জন্য সহজ বাংলায় এই কোর্স।

কোথায় থেকে শিখবেন

যারা এডোবি ফটোশপ শিখতে চান বিস্তারিত A to Z সম্পূর্ণরূপে তারা নিচের লিঙ্ক থেকে সম্পূর্ণরূপে ফ্রী বাংলা ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের উৎসাহ, উদ্দীপনা এর উপর ভিত্তি করে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করা হচ্ছে এবং হবে।

সবগুলো টিউটোরিয়াল একসাথে দেখতে আমার YouTube Channel এ Subscribe করুন। 

Channel Link : http://www.youtube.com/c/techsolutionforever

ফটোশপের বাংলা টিউটোরিয়াল চতুর্থ পর্ব

Level 0

আমি মোঃ হাসানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস