প্রিয় বন্ধুরা আপনাদের সাথে অনেক সময় কাটিয়ে ফেলেছি সাথে অভিজ্ঞ ভাইদের কাছে থেকে অনেক কিছু শিখেছি। ভালো থাকা ভালো কাজের মাধ্যমেই হয়ে ওঠে। তাই তাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা যদিও তাদের উপুস্থিতি এখন খুবই কম।যাই হোক আজকের টিউন নিয়ে কথা বলি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আমরা অনেকেই ছবির বিভিন্ন এডেটিং নিয়ে দেখেছি কে কত রকমের ভিন্নতা দিয়ে তার ছবি প্রাকাশ করে যাচ্ছে, আর আমাদের মন কেড়ে নিচ্ছে যদি আমর ছবি এমন করে দিতে পারতাম আর মনে জিজ্ঞাসা উঠে কিকরে কি সফটওয়্যার দিয়ে এরকম করা যেতে পারে? আপনাদের সেই প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিও টিউন। তাহলে চলুন না মেতে উঠি ফটো ম্যানিপুলেশন এর ছোঁয়ায়।
আজকের এই ভিডিও টিউন একটি ফটোশপ ভিত্তিক ম্যানিপুলেশন টিউটোরিয়াল শুধু ম্যানিপুলেশন নামে একটি শব্দই না সাথে কিন্ত অনেক কিছুই শিখে নিতে পারবেন। বলব কি? কি কি শিখবেন ? হ্যাঁ বলব ত অবশ্যই। ম্যানিপুলেশন এবং এর সাথে শিখবেন কিভাবে হেয়ার এডেটিং করতে হয় এবং স্পাইক করতে হয় সাথে ব্যাকগ্রাউন চেঞ্জ করাবার সহজ উপাই দ্রুত টুলসের মাধ্যমে এছারাও লাইট এর ব্যবহার। এছাড়াও ওয়েল প্রিন্ট ক্যামেরা র এবং নিক ক্যালেকশন এর অন্যোন্য ব্যবহার তাই দেরি না করে দেখে নিন আজকের এই টিউটোরিয়ালটি।
আমাকে ফেইসবুকে পেতে: Abdul Momin
আমার চ্যানেল : tutohut
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।