আপনি কি জানেন আপনি চাইলে আপনার তোলা স্থির চিত্রগুলোতে প্রান দিতে পারেন। ব্যাপারটা এমন নয় যে আপনি স্থির চিত্র থেকে চলমান ভিডিও তৈরি করে ফেলবেন। আমি এমন একটি পদ্ধতির কথা বলছি যেটি ব্যবহার করে আপনি অনায়াসেই আপনার তোলা ছবিতে ডাইমেনশন যোগ করতে পারবেন। এটিকে বলা হয় ২.৫ডি প্যাঁরালাক্স ইফেক্ট। এটি ব্যবহার করে আমরা ছবির সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে একটি ফেইক মুভমেন্ট তৈরি করব যার মাধ্যমে দেখলে মনে হবে আমাদের ছবিটি জীবন্ত।
বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাপ্লিকেশান ব্যবহার করে এই কাজটি করা যায়। সাধারণত এডভান্স ইউজার যারা তারা ফটোসপের মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করে আফটার ইফেক্টস এর মাধ্যমে প্যাঁরালাক্স ইফেক্ট প্রদান করে থাকেন। তবে আমরা যারা বিগিনার তারা ফটোসপের মাধ্যমে একই কাজটি করতে পারব।
নিচের ভিডিও থেকে আপনারা ভিডিওটি দেখে নিতেপারেন। ভিডিওটিতে বিস্তারিত ভাবে আমি সকল স্টেপ বর্ণনা করার চেষ্টা করেছি।
টিওটরিয়ালে আমি এডবি ফটোশপ সি সি ভার্সন ব্যবহার করেছি। পুরো প্রক্রিয়ার ২টি ধাপ রয়েছে। একটি হল ছবির ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট আলাদা করা এবং ২য় ধাপে রয়েছে মূল অ্যানিমেশনের কাজ।
প্রথমে আপনি সিলেকশন টুলের মাধ্যমে আপনার সাবজেক্ট এর একটি সিলেকশন করে নিবেন এবং রিফাইন সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশনটি পারফেক্ট করে নিবেন। মনে রাখবেন পুরো প্রক্রিয়ায় এই সিলেকশন করা হল সব থেকে ইম্পটেন্ট। আপনার সিলেকশন যত ভাল হবে ফাইনাল আউটপুট তত ভাল হবে। এর পরে আমরা কন্টেন্ট এওয়ার ফিচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট এর অংশটুকু বাদ দিব।
এখন একটি ১৯২০ x ১০৮০ ডকুমেন্টে আমরা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার ইম্পোরট করব। এবার আমরা ফটোশপের টাইমলাইনে নতুন একটি ভিডিও টাইমলাইন তৈরি করব। সেখানে ট্রান্সফর্ম অপশনের মাধ্যমে আমরা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এনিমেট করব। সাবজেক্টকে বড় থেকে ছোট করব এবং ব্যাকগ্রাউন্ডকে ছোট থেকে বড় করব, তাহলে আমরা এমন একটি ইলুউসন পাব যাতে মনে হবে আমাদের ছবিটি একটি চলমান ভিডিও।
উপরের ভিডিওতে আমি প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আশা করি টিউন্টি আপনাদের কাজে দেবে। সবাই ভাল থাকবেন, পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে আবার হাজির হব।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।