আশা রাখছি সবাই অনেক ভালই আছেন, আমিও আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি তাই তো আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম কিছু সামান্য ছোট খাট প্রতিদিনের কিছু সমস্যার সমাধান নিয়ে। চেষ্টা করেছি বিন্দু মাত্র হলেও আপনাদের যাদের এই সমস্যার সামনাসামনি হতে হচ্ছে তাদের একটু সাহায্য করবার। আশা রাখছি এই টিউনটি আপনাদের ভালো লাগবে।
আসুন অনেক কথাই লিখে ফেললাম আসল কথা বলাই হলনা, আমরা যারা ফটোশফ নিয়ে কাজ করি তাদের হয়ত এই ফাইল ড্রাগ আন্ড ড্রপ সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছেন? তাই তাদের জন্য এই আজকের টিউন কিভাবে কি করবেন এমন হলে ?
আসুন জেনে নেই -ঃ
প্রথমে একটি ভিডিও টিউটোরিয়াল অন্তর্ভুক্ত করা হল এইটি দেখে সহজেই করে নিতে পারেন সমস্যার সমাধা অথাবা নিচে স্ক্রিনশট দেখে দেখে করে নিতে পারেন উভয় আপনাদের সুভিধার্থে দেওয়া হল-
প্রথম আপনার কম্পিউটার এর সার্চ বক্সে regedit লিখে সার্চ দিন অথাবা সরাসরি রানে গিয়েও লিখে ইন্টার করে নিতে পারেন।
কম্পিউটার চালু করে ফটোশফ রান করে দেখুন কাজ হয়ে গিয়েছে।
আশা রাখছি টিউনটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে লেগে থাকলে শিয়ার করতে ভুলবেন না।
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।