লোগো ? হ্যাঁ লোগো
এটা আবার কেমন প্রশ্ন হল!!😕😕 লোগো আবার কি হবে!!😶😶 লোগো তো লোগোই সব প্রতিষ্ঠানেরই তো লোগো আছে। গুগলের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, ফেসবুকের লোগো আছে আবার টেকটিউনসেরও লোগো আছে হ্যাঁ একদম ঠিক। সব সংঘ বা প্রতিষ্ঠান বা কোম্পানিরই লোগো আছে।
এই লোগোটা সেই কোম্পানির বা প্রতিষ্ঠানের পরিচায়ক। লোগো দেখেই আমরা বুঝতে পারি এতা ওমুক কোম্পানির, এটা অমুক গ্রুপের সত্যি বলতে কি লোগ কোন প্রতিষ্ঠানের নামের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় বরং ক্ষেত্রবিশেষে নামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
লোগো হল এক ধরণের গ্রাফিক্যাল সিম্বল সোজা বাংলায় চিত্রায়িত প্রতীক। প্রত্যেক স্বতন্ত্র প্রতিষ্ঠানের স্বতন্ত্র লোগো থাকে। অনেক ক্ষেত্রে নামকেই লোগো হিসেবে ব্যবহার করতে দেখা যায় কিন্তু সেক্ষেত্রেও নামটা গ্রাফিক্যাল সিম্বলেই লোগো বলে স্বীকৃত হয়।
প্রশ্নটা হওয়া উচিৎ, লোগো দরকার নয় কোথায়? লোগো এমন এক অপরিহার্য উপাদান যে এটা ছাড়া কোন প্রতিষ্ঠান কল্পনা করাটাই বোকামি। প্রতিষ্ঠান, সে যে ধরনেরই হোক লোগো থাকাটা ফরজ কাজের মধ্যে পড়ে। লোগোহীন প্রতিষ্ঠান নামছাড়া মানুষের মত। চিনলেও কেউ চিনবে না।
আপনার যদি কোন ছোটখাটো বিজনেস(ব্যবসা) থেকে থাকে বা কোন একটা সামাজিক বা যে কোন ধরণের দল বা সংঘ থেকে থাকে তবে আপনার ব্যবসা বা সংঘের প্রচারণার জন্য অবশ্যই একতা লোগো থাকা আবশ্যক এমনকি আপনার যদি কোন ফেসবুক পেজ থেকে থাকে বা থেকে থাকে কোন জনপ্রিয় গ্রুপ অথবা কোন ইউটিউব চ্যানেল কিংবা কোন ওয়েবসাইট তবে আপনার অবশ্যই একটা লোগো থাকা খুবই জরুরি।
লোগো নিয়ে প্রথম সমস্যা হল আপনি নিজে বানাতে পারেন না। তখন আপনি কাউকে দিয়ে লোগো বানিয়ে নিতে চান। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক টাকা লাগে। আবার টাকা দিয়ে বানিয়ে নেওয়ার পর আপনার লোগটা পছন্দ না হলেও কিছু করার নেই, আবার নতুন করে টাকা খরচ।
এত ঝামেলায় না গিয়ে আপনি নিজেই যদি বানিয়ে ফেলতে পারেন মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন একটি লোগো তাহলে কেমন হয়?অবশ্যই অসাধারণ। তো শুরু করে ফেলুন। নিজেই বানিয়ে ফেলতে যদি চান অসাধারণ এই লোগোটি
তাহলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন আর নিজেই তৈরি করুন অসাধারন এই লোগোটি
ইউটিউবিং এ আমি নতুন। কয়েকটি টিউটোরিয়াল দিয়েছি। সামনে আরো অনেক ভিডিও দেব। লোগো টিউটোরিয়াল নিয়েই আরো ৩টি ভিডিও দেওয়ার জন্য কাজ করছি, অবশ্যই প্রত্যেকটি টিউটরিয়ালে ভিন্ন ভিন্ন লোগো তৈরী করা দেখাবো। আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন।
ধন্যবাদ
আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।