ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।

আসসালামুআমাইকুম,

আপনারা সবাই কেমন আছেন?

আজ আমি আপনাদের দেখাব, আমার কিভাবে অতি সহযে ফটোশপের মাধ্যমে আকর্ষনীয় টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি।যা আপনি উপরের চিত্রের দেখছেন।আপনি হয়ত জানেন, এখন ছোট থেকে বড় মার্কেট প্লেস গুলোতে টি শার্ট ডিজাইনারদের কি মূল্য।

এমন অনেক মানুষ আছেন আমাদের বাংলাদেশর যারা শুধু মাত্র টি শার্ট ডিজাইন করে মাসে লাখ টাকা ইনকাম করেন। তাহলে আমরা কেন পারব না, এখানে আমি টিউটোরিয়ালে মধ্য খুব ভাল ভাবে বিষয় টি তুলে ধরেছি। আমি আপনাদের ফটোশপের নিম্ন টাইপ থেকে শুরু করে অ্যাডভান্স টাইপের কাজ গুলো শেখাব। তাহলে চলুন শুরু করি।

এর জন্য আপানার যা প্রযোজন হবে:

১)একটি আপডেট ফটোশপ Software যেমন: Photoshop CS3 থেকে Photoshop CC 2017 হলে ভাল হয়ে।

২) একটি সাদা টি শার্ট

আসলে এই কাজটি খুবই সহজ।

আমি এর আগের টিউন গুলো বিস্তারিত লিখেছি, এটাও চেয়ে ছিলাম বিস্তারিত লিখব, কিন্তু এটি Photoshop এর একটি অ্যাডভান্স কাজ, তাই এটা বিস্তারিত লিখা অনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।

আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে আপনার মতামত। আজকের মত বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস