Photoshop Cs6 Tutorial : Oil paint Effect আপু তোমাকে ভাল্লাগসে

আসসালামু-আলাইকুম,

টেকটিউনস বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নতুন টিউটোরিয়ান নিয়ে আসলাম। ফটোশপ সিএস৬ ব্যবহার করে কিভাবে খুব সহজেই যেকোনো ছবিতে ওয়েল পেইন্ট ইফেক্ট দিতে হয় তা আজকে আমি দেখাবো। ফটোশপের উপরে জ্ঞান থাকাটা অতি জরুরী। অনেকে ফটোগ্রাফিও করেন। তাদের জন্যেও ফটোশপের জ্ঞান থাকাটা প্রায় ফরজ। 😛 আবার ফটো এডিটিং করে অনেকেই ফ্রিলান্সিং ও করে। আশা করি আপনারাও ফটোশপ শিখে ফ্রিল্যান্সিং এর পথ বেছে নিবেন। আমার এই টিউনটি মুলত বিগিনারদের জন্যই। এইবার আসি কাজের কোথায়।

উপকরনঃ

  • ১. একটি কম্পিউটার।(র‍্যাম ৪ জিবি প্রেসেসর ডুয়েল কোর মিনিমাম রিকমান্ডেড)
  • ২. ফটোশপ সিএস৬
  • ৩. শেখার ইচ্ছা
  • ৪. ধৈর্য
  • ৫. কিছু সময়

ফটোশপ অয়েল পেইন্ট ইফেক্ট ব্যবহারের জন্য আপনাকে ফটোশপ সিএস৬ ব্যবহার করতে হবে।

আমি বেশি কথা বলব না। আপনাদের বুঝার সুবিধারতে আমি এই ভিডিও টিউটরিয়ালটি বানালাম। যদি কিছু না বুঝেন তাহলে টিউমেন্ট করবেন।
টেকটিউনসের নতুন নীতিমালা অনুযায়ী ইউটিউব ভিডিওর লিঙ্ক দেওয়া নিষেধ। কিন্তু এখনোও ভিডিও এড করার অপশন  চালু না হওয়ায় ভিডিও এম্বেড করে দিলাম। এজন্য আগে থেকেই দুঃখ প্রকাশ করছি।

ফটো এডিটিং সম্পর্কিত যেকোন ধরনের সাহায্যের জন্য আমার সাথে ফেসবুকে জয়েন হতে  Click here

Level 1

আমি নাবিল রহমান সূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি পাগল মানুষ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi amar photoshop cc ta kono plug-ins install dila aita dakai akhon ki korbo??????(one more plug-ins are currently not available on your system.)
plz help me
plz

photoshop নতুন করে আনইন্সটল করে ইন্স্টল দিন