Photoshope 7.0 :: এক ক্লিকে ছবিকে করুন দাগ মুক্ত। noise ware-pro plugin ডাউনলোড করে নিন নয়েস প্রোফেশনাল প্লাগিন যারা ফটোশপ 7.0 এবং উইন্ডোস XP ব্যবহার করেন তাদের জন্য।

প্রান প্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো ? আশা করি সবাই ভাল আছেন। আজকের আলোচনার বিষয় শিরোনাম দেখে বুঝতে পারছেন। অমরা হয়তো অনেকেই এখন উইন্ডোস এক্স পি এবং Photoshop 7.0 ব্যবহার করে থাকি। Photoshope 7.0 এর মূল বা প্রধান কাজ ছবিকে সুন্দর করে তোলা।

তো অনেক প্লাগীন আছে যার মাধ্যমে ছবিকে দেয়া যায় দাগ মুক্ত স্কিন। সেই জন্যই আমি আপনাদের সামনে নিয়ে এলাম সেই দারুন একটি প্রাগীন যার মাধ্যমে আপনি ছবিতে দিতে পারবেন দাগ মুক্ত লুক। যাদের ষ্টুডিও আছে তাদের একান্ত দরকার হবে। দেখুন কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর যা করবেন:

noise ware-pro plugin ডাউনলোড এবং ইনষ্টল প্রক্রিয়া

  • Download হবার পর সাধারন নিয়মে ইনষ্টল করুন খেয়াল রাখুন যেন ফটোশপ 7.0 ক্লোজ অবস্থায় থাকে মানে ওপেন করবেন না।
  • সেটাপ হবার  পর ফটোশপ ওপেন করুন।
  • এখন ফিল্টার মেনুতে যান।
  • সেখান থেকে নিচে দেখবেন noisewarepro লেখা আছে।
  •  noisewarepro এ ক্লিক করুন।
  • এখন একটি লাইসেন্স ডায়লগ বক্স আসবে।
  • জিপ ফাইলে দেয়া কি ওপেন  করুন এবং সেখান থেকে খালি ঘর গুলোতে কোড গুলো বসান।
  • আপনার কাজ শেষ।
  • নিরাপদে আজীবন ব্যবহার করুন।

বন্ধুরা বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া ভিডিও টি দেখে নিতে পারেন কিভাবে ফুল ভার্সন করবেন।

ধন্যবাদ সবাইকে সবাইকে টিউনটি ভাল লাগলে নির্বাচিত করা হোক।

আমার ফেসবুক প্রোফাইল

এবং আমার ইউটিউব চ্যানেল ভাল লাগে সাবক্রাইব করুন।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া