আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় টেকটিউনস বন্ধুরা আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। এইটা আমার প্রথম টিউন। কিন্তু টেকটিউনের সাথে আছি অনেক দিন ধরে।
ফটোশপের উপরে জ্ঞান থাকাটা অতি জরুরী। অনেকে ফটোগ্রাফিও করেন। তাদের জন্যেও ফটোশপের জ্ঞান থাকাটা প্রায় ফরজ। 😛
আবার ফটো এডিটিং করে অনেকেই ফ্রিলান্সিং ও করে। আশা করি আপনারাও ফটোশপ শিখে ফ্রিল্যান্সিং এর পথ বেছে নিবেন।
আমার এই টিউনটি মুলত বিগিনারদের জন্যই। এই টিউটোরিয়াল সিরিজে আমি ফটোশপের একেবারে প্রথম থেকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 🙂
[আমি নিজেও ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখেছি। আরও শিখছি। সো ভুলভ্রান্তি মাফ করবেন। 🙂 ]
এইবার আসি কাজের কোথায়।
উপকরনঃ
১. একটি কম্পিউটার।(র্যাম ৪ জিবি প্রেসেসর ডুয়েল কোর মিনিমাম রিকমান্ডেড)
২. ফটোশপ সি সি ১৪ থেকে উপরে (সিএস হলেও সমস্যা নাই। তবে এর নিচে না হওয়াই ভাল।)
৩. শেখার ইচ্ছা
৪. ধৈর্য
৫. কিছু সময়
আজকের টীউটোরিয়ালে যা শিখবেনঃ
এই পর্বে আমি দেখিয়েছি ফটোশপ এর মাধ্যমে কিভাবে খুব সহজেই যেকোনো ছবি থেকে কিছু আলাদা করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। আমি খুব সহজভাবে দেখানোর চেস্টা করেছি। এই টিউটোরিয়ালটি বিগিনাদের জন্য করা সুতরাং দয়া করে প্রফেশনালরা নাক গলাতে আসবেন নাহ।
ভিডিওটি ভাল লাগলে একটি লাইক আশা করতেই পারি। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট পেতে।
বুঝতে কোন সমস্যা হলে নিচের টিউমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। 🙂
আমি নাবিল রহমান সূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি পাগল মানুষ।