আসসালামু অলাইকুম। সুপ্রিয় টিটি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা সবাই কম বেশি ফটোশপ সম্পর্কে জানি। আমরা অনেকেই আবার শখের বশে ফটোগ্রাফিও করি। তো সবাই কম বেশি নিজের ছবিকে আকষর্ণীয় লুক দিতে চায়। তাদের কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি আপনারা যারা আগ্রহী তারা আমার সাথে থাকবেন। এবং আমার টিউটোরিয়ালগুলো অনুসরণ করবেন। আর আমার এই টিউটোরিয়ালগুলো অনুসরণ করার জন্য আপনাকে ফটোশপের মাস্টার হতে হবে না। ব্যাসিক কিছু ধারণা থাকলেই হবে। আমি আপনাদের ব্যাসিক থেকে মাস্টার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। দেখবেন একসময় আপনিও হয়ে যাবেন ফটোশপের জাদুকর।
একটা কথা বলে রাখি আমার নিজেরও কিন্তু এই বিষয়ে প্রফেশনাল ধারণা ছিল না। আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। তাই আমি একশত পারসেন্ট জোড় দিয়ে বলতে পারি আপনারা যদি আমার মতো করে চেষ্টা করে দেখেন তবে আপনারাও পারবেন। আশা করি বন্ধুরা এই পর্ব ভিত্তিক টিউটোরিয়াল থেকে আপনারা মানিপুলেশন সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন।
মানিপুলেশান নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নাই।
ফটো মানিপুলেশন হলো মুলত ব্যস্তবতার কাছাকাছি একটি ভিজ্যুয়াল জগতের ছবি। অর্থাৎ যেখানে আপনি আপনার কারিগরি দক্ষতা দিয়ে আপনার ছবিকে ভিন্ন কোনো আঙ্গিকে বা ভিন্ন স্থানে বা ভিন্ন কোনো স্টইলে রুপান্তর করতে পারেন। এই মানুপুলেশন কিন্তু আরো অনেক বছর আগে থেকেই হয়ে আসছে। ১৮ শতাব্দিতে এর প্রথম প্রচলন ঘটে। যার বর্তমান রুপ আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি।
যেই জগতে আপনাদের যেতে হবে না। বা ছবি করার জন্য আপনাকে সুন্দর সুন্দর জায়গায় যাওয়াও লাগবে না। মুলত সবই আমাদের ফটোশপের কারসাজি।
আজ আমাদের ৬ষ্ঠ পর্ব। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কি করে একটি ফটোকে আমরা অতি সহজে ডার্ক লাইট ইফেক্টস দিতে পারবো। এর জন্য আমাদের কোনো প্লাগইন্স এর দরকার নাই। ব্যসিক টুলস গুলা ব্যবহার করেই আমরা অতি সহজে এই কাজটি করতে পারবো।
তো বন্ধুরা যারা আমার আগের টিউটোারিয়ালগুলো দেখেছেন আশা করছি আপনারা মোটামুটি কিছু একটা ধারনা পেয়েছেন মানুপুলেশান সম্পর্কে। যাই হোক বন্ধুরা কথা না বলে আমরা আমাদের কাজে চলে যায়। প্রথমে দেখে নিন আজকে আমরা কি তৈরি করতে যাচ্ছে :
এখন দেখবো কি অবস্থা থেকে আমরা কি অবস্থায় ছবিটি এডিট করে এনেছি
আমি মামুন জোয়াদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মো: মামুন জোয়াদ্দার আপনাদের নিজে যা জানি তা জানাতে চাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা মনে রাখবেন "বিজ্ঞান আমাদের দিয়েছে আরাম আয়েশ কিন্তু কেড়ে নিয়েছে আমাদের আবেগ।"
প্রিয় টিউনার,
আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।