এসো ফটোমানিপুলেশন শিখি [পর্ব-০৪] :: কিভাবে ফটোশপ দিয়ে শীতের কুয়াশার ইফেক্টস তৈরি করতে পারি

এসো ফটোমানিপুলেশন শিখি

আসসালামু অলাইকুম।  সুপ্রিয় টিটি বন্ধুরা আশা করি সবাই ভালো  আছেন। আজ থেকে শুরু করতে যাচ্ছে পর্ব ভিত্তিক ধারাবাহিক ফটোশপের ফটোমানিপুলেশন টিউটোরিয়াল। এখন আমরা সবাই কম বেশি ফটোশপ সম্পর্কে জানি। আমরা অনেকেই আবার শখের বশে ফটোগ্রাফিও করি। তো সবাই কম বেশি নিজের ছবিকে আকষর্ণীয় লুক দিতে চায়। তাদের কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি আপনারা যারা আগ্রহী তারা আমার সাথে থাকবেন। এবং আমার টিউটোরিয়ালগুলো অনুসরণ করবেন। আর আমার এই টিউটোরিয়ালগুলো অনুসরণ করার জন্য আপনাকে ফটোশপের মাস্টার হতে হবে না। ব্যাসিক কিছু ধারণা থাকলেই হবে। আমি আপনাদের ব্যাসিক থেকে মাস্টার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। দেখবেন একসময় আপনিও হয়ে যাবেন ফটোশপের জাদুকর।

একটা কথা বলে রাখি আমার নিজেরও কিন্তু এই বিষয়ে প্রফেশনাল ধারণা ছিল না। আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। তাই আমি একশত পারসেন্ট জোড় দিয়ে বলতে পারি আপনারা যদি আমার মতো করে চেষ্টা করে দেখেন তবে আপনারাও পারবেন। আশা করি বন্ধুরা এই পর্ব ভিত্তিক টিউটোরিয়াল থেকে আপনারা মানিপুলেশন সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন।

মানিপুলেশন কীঃ

ফটো মানিপুলেশন হলো মুলত ব্যস্তবতার কাছাকাছি একটি ভিজ্যুয়াল জগতের ছবি। অর্থাৎ যেখানে আপনি আপনার কারিগরি দক্ষতা দিয়ে আপনার ছবিকে ভিন্ন কোনো আঙ্গিকে বা ভিন্ন স্থানে বা ভিন্ন কোনো স্টইলে রুপান্তর করতে পারেন। এই মানুপুলেশন কিন্তু আরো অনেক বছর আগে থেকেই হয়ে আসছে। ১৮ শতাব্দিতে এর প্রথম প্রচলন ঘটে। যার বর্তমান রুপ আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি।

যেই জগতে আপনাদের যেতে হবে না। বা ছবি করার জন্য আপনাকে সুন্দর সুন্দর জায়গায় যাওয়াও লাগবে না। মুলত সবই আমাদের ফটোশপের কারসাজি।

আজ আমাদের ৪র্থ পর্ব

আজ আমাদের ৪র্থ পর্ব। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কি করে একটি ফটোকে বিভিন্ন ইফেক্টস এবং বিভিন্ন কাজের মাধ্যমে অসাধারণ একটি দৃশ্য তৈরি করা যায়। তো এই পর্বে আমরা কিভাবে অতি সহজে ফটোশপ দ্বারা একজন মডেল কে বিভিন্ন দিক দিয়ে সুন্দর করে একটি শীতের দিনের কুয়াশার   চিত্র তৈরি করা যায় তাই দেখবো।

তো বন্ধুরা যারা আমার আগের টিউটোারিয়ালগুলো দেখেছেন আশা করছি আপনারা মোটামুটি কিছু একটা ধারনা পেয়েছেন মানুপুলেশান সম্পর্কে। যাই হোক বন্ধুরা কথা না বলে আমরা আমাদের কাজে চলে যায়। প্রথমে দেখে নিন আজকে আমরা  কি তৈরি করতে যাচ্ছে :

কাজ করতে যা যা লাগবেঃ

  • 1. ফটোশপ সি সি (আমি ব্যবহার করেছি সি সি 2015 ভার্সন), অন্য যেকোনো ভার্সন হলেও চলবে।
  • 2. সোর্স ফাইল যেইটা আপনারা আমার ইউটিউব ভিডিও এর নিচের লিংক অথবা উপরের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
  • 3. ফাইলটা জিপ আকারে দেওয়া আছে। আপনাদের কাজের সুবিধার্থে। ডাউনলোড করে এক্টাট করে নিবেন।
  • 4. আর সবচেয়ে বেশি যে জিনিস টা লাগবে তা হলো ধৈর্য ধরে কাজ করা।
  • 5. প্রথম বার একটু বেশি সময় লাগবে পরের বার আর সমস্যা হবে না।

সোর্স ফাইল

এই টিউটোরিয়ালে আপনারা যা যা জানতে পারবেন :

  • ১। কিভাবে মানিপুলেশন ইমেজ এর পেজ সাইজ করতে হয়।
  • ২। কিভাবে ব্যাকগ্রাউন্ডকে টেনে সুন্দর করে পেজে বসাতে হয়।
  • ৩। সুন্দর করে টেক্ট এ ইফেক্টস ব্যবহার করা যায়।
  • ৪। কিভাবে লাইট, সাডো, কালার দিতে হয়।
  • ৫। কিভাবে ক্যামেরা র ফিল্টার ব্যবহার করতে হয়।
  • ৬। ডিএসএলআর এর মত ব্লার করবেন কীভাবে।
  • ৭। কিভাবে মাস্ক করতে হয়।
  • ৮। কিভাবে সার্পনেস ফিল্টার ব্যবহার করা হয়।
  • ৯। কিভাবে একটি ইমেজ কে একসাথে রেন্ডার করতে হয়।

তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখুন আর নিজে নিজে চেষ্টা করে দেখেন।

Level 2

আমি মামুন জোয়াদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মো: মামুন জোয়াদ্দার আপনাদের নিজে যা জানি তা জানাতে চাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা মনে রাখবেন "বিজ্ঞান আমাদের দিয়েছে আরাম আয়েশ কিন্তু কেড়ে নিয়েছে আমাদের আবেগ।"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eto fast kaj korle ki vabe sikbo..r apni kokhon ki use korchen kichu bujha jajche..na…
parle slow kore tutorial koriyen..

tahole kichu sikte parbo..r kokhon ki keybord short key use korchen.ta video te diye dile valo hoi..

wlc vaiya

ভাই আমার কিছু Plugins প্রয়োজন আমি ফটোশপে নতুন দয়া করে যদি কিছু প্লাগিন আমাকে ই-মেইল করে দেন তাহলে এই ছোট ভাই অনেক উপকৃত হবে।
আমার ই-মেইল [email protected]