আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো লেখার মাঝে ছবি বসাতে হয়, অনেকটা এরকম।
একে বলা হয় Image Foreground on Text. গুগোলে করলে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। কিন্তু বাংলায় এই নিয়ে কন্টেন্ট নেই বলে লিখলাম বাংলাতেই।
তো আমাদের তার জন্য আগে একটা ফাঁকা ইমেজ নিতে হবে (সুবিধার জন্য)
এবার আমাদের কাঙ্খিত টেক্সট লিখতে হবে,
এবার আমাদের ফোরগ্রাউন্ড করার ইমেজটি এখানে নতুন লেয়ারে আনতে হবে, এরজন্যে Open কমান্ড দেয়া যাবে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে।এবং ইমেজটি সবসময় টেক্সট লেয়ারের উপরে থাকতে হবে।
এবার লেয়ার প্যালেট থেকে ইমেজের লেয়ারে রাইট ক্লিক করুন এবং ফ্লাই আউট মেনু হতে Create Clipping Mask সিলেক্ট করুন
এবার আমাদের কাজ ৯০% শেষ এবার ইমেজটি রিসাইজ করতে ইমেজের লেয়ার সিলেক্ট করে সবার উপরের Move Tool সিলেক্ট করে Show Transform Control ক্লিক করতে হবে। এতে আমরা কন্ট্রোলারগুলো দেখতে পাবো।
এবার আমাদের লেয়ার প্যালেটের নিচ থেকে fx সিলেক্ট করে সেখানের ফ্লাই আউট মেনু হতে Drop Shadow সিলেক্ট করতে হবে। এতে লেখাটি আরও স্পষ্ট বোঝা যাবে।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।