আগের টিউনের পর এই টিউনে আমি আরেকটা আরটিস্টিক ফিল্টারের ইউজ দেখাবো।
বলতে গেলে আমি এই ধারাবাহিকে কেবল আর্ট ওয়ার্ক নিয়েই টিউটোরিয়াল দেবো।
তো আজ আমি তোমাদের ফটোশপ দিয়ে ড্রাই ব্রাশ ফিল্টার ইউজ করা দেখাবো।
প্রথমে ফটোশপে কাঙ্ক্ষিত ইমেইজ ওপেন করে নিতে হবে, (ব্যাসিক অফ অল ফটো এডিটিং :v)
এবার ফিল্টার গ্যালারি খোলো
এবার artistic থেকে Dry Brush সিলেক্ট করে নাও
একেক ছবির জন্য একের রকম কাস্টমাইজেশন ভালো লাগবে। তাই এক্সাক্ট কিছু দিলাম না। নিচের ছবির জন্য আমার এটাই ভালো মনে হয়েছে।
ব্যাস! এবার ওকে দাও! এখনো কিন্তু তুমি এটাকে প্রিজমা বলে চালিয়ে দিতে পারো!
শেষ হল, তোমার ছবিকে বানাও আর্টওয়ার্ক - Do It Like A Pro! - 2 পার্ট
অপেক্ষা করো, শীঘ্রই আসবে পার্ট 3 😀 Stay Tuned!
.
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।