আর কতো প্রিজমা? এখন সময় To Do It Like A Pro!
হ্যাঁ, আজকে আমি যারা এই আর্টিকেল পড়ছে তাদের দেখিয়ে দেবো কিভাবে কোনো ইমেজে ফটোশপ দিয়ে আর্ট ওয়ার্ক বানানো যায়। ফটোশপ টিউটোরিয়াল, মাথা গরম করতেই পারে, হাল ছাড়লে কখনই কাজ করবে না -_-
তবে আমি মোটেই প্রিজমাকে আন্ডারএস্টিমেট করছি না, সেটা একটা লিজেন্ডারি একথাও আবার বলা যাবে না। কারন ফটোশপ যা ম্যানুয়ালি করে, প্রিজমা তা করে অটোম্যাটিক্যালি, সো ইউ হ্যাভ টু বুঝতে হবে!
প্রথমে ফটোশপে কাঙ্ক্ষিত ইমেইজ ওপেন করে নিতে হবে, (ব্যাসিক অফ অল ফটো এডিটিং :v)
তারপর Ctrl + L চেপে Levels ডায়ালগ বের করে Output Level প্রায় 235 এর কাছাকাছি নিয়ে আসতে হবে।
এবার ফিল্টার গ্যালারি খোলো
এবার artistic থেকে cutout সিলেক্ট করে নাও
একেক ছবির জন্য একের রকম কাস্টমাইজেশন ভালো লাগবে। তাই এক্সাক্ট কিছু দিলাম না। নিচের ছবির জন্য আমার এটাই ভালো মনে হয়েছে।
ব্যাস! এবার ওকে দাও! এখনো কিন্তু তুমি এটাকে প্রিজমা বলে চালিয়ে দিতে পারো!
কিন্তু রঙ ঠিক করতে চাইলে...
ইমেজের যে স্থানের রঙ ঠিক করবে সেখানের জন্য কাঙ্ক্ষিত রঙ সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে প্রয়োজনীয় স্থানে কালার ফিল করে দাও!
ফাইনাল ফটো দাঁড়াবে এইটা,
Thanks To Rachi to allowing me to edit her photo in this tutorial. |
অপেক্ষা করো, শীঘ্রই আসবে পার্ট ২ 😀 Stay Tuned!
.
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।