চিত্রঃ নিজে চেষ্টা করুন (ড্রিম প্রিসেট) |
ফটোশপে কাজ ক্ষেত্রে সবচেয়ে জরুরী জিনিস হল "Personal Creativity". এটি আপনার ফটোশপে কাজের চিন্তা ধারণাকে প্রসস্থ করে। আপনার প্রাতিষ্ঠানিক কুয়ালিফিকেশন যাই হোক না কেন আপনার হাতের কুয়ালিফিকেশন আপনার কাজের দক্ষতাকে বহণ করে।
এটা সর্বোজন প্রসিদ্ধ। এখন আমি ফটোশপের একটি দারুণ প্রিসেট নিয়ে আলোচনা করবো, আশা করি সবার ভালো লাগবে। এই টিউনটা শুধু মাত্র তাদের জন্য যারা ফটোশপকে অন্তর থেকে ভালোবাসে এবং যারা ভবিষ্যৎতের প্রোবাবিলিটিকে বিশ্বাস করে।
এই প্রিসেটের নাম "ভিভিড ড্রিম প্রিসেট" । আমি উপরে যে একটি টিউন ফটো তুলে ধরেছি সেটা এই প্রিসেট দিয়েই তৈরী। এই প্রিসেট দিয়ে আপনি আরো অসাধারণ ফটো ইফেক্ট তৈরী করতে পারেন। এটা আপনার হাতের ক্যাপাসিটির উপর। নিচে এর ক্রিয়েটিং(আংশিক ধাপসহ) এবং ইন্সট্যালেশন পদ্ধতি তোলে ধরলাম।
এটি ফটোশপের প্রায় সকল ভার্সনে(ফটোশপ ৬, ফটোশপ ৫, ফটোশপ সি.সি., এক্সট্যান্ডেড) সাপোর্ট করে। আমি কাজটা করেছি ফটোশপ ৬ এ।
প্রথমে এই লিংক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইল ডাউনলোড করার পর নিচের ইন্সট্রাকশন ফলো করুন।
নিচে আমার কম্পিউটারের প্রিসেট ব্রাশের ফাইল লোকেশন এবং ফাইলটি স্ক্রিন শট দিয়ে দেখালাম। ফটোতে ফাইল লোকেশন এবং মেইন ফাইলটি ভালো ভাবে লক্ষ্য করুন।
এর পর ফটোশপ ওপেন করুন।
চিত্রঃ ফটো তৈরীর প্রথম ধাপ (Texturing) |
চিত্রঃ Using Dream Brush |
চিত্রঃ Dream Brushes |
বিভিন্ন গ্রেডিয়েন্ট ব্যবহার করে ব্রাশগুলোকে Design করি। এবং সর্বশেষে একটি পূর্ণাঙ্গ ফটো তৈরী করি। নিচের মতঃ
চিত্রঃ পূর্ণাঙ্গ Creation |
আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আপনি এই প্রিসেট কত ভালো ব্যবহার করতে পারবেন।
চাইলে এ সম্পর্কে আরো টিউন ঘুরে আসতে পারেনঃ
SurModifier.Blogspot.Com
ধন্যবাদ।
আমি সুরজিত সিংহ সৌর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী... :)
Vaya photoshop cs 6 ar download link deban. onek kosto korao cs6 install korta pari ne. akta disk o kina cilam kintu sata o install korta pari ne. khub upokar hoto vaya……………