আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আজ আপনাদের সিম্পল একটি ফটোশপ টিউটোরিয়াল দেবো।
আজ আপনাদের শিখিয়ে দেবো কিভাবে ফটোশপ দিয়ে ছবিকে স্কেচ বানিয়ে ফেলবেন।
দরকারি ছবি ওপেন করুন।
Ctrl+J চাপুন ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করতে,
তারপর Ctrl+ Shift+U চেপে কালার রিমুভ করে দিন, এতে ছবি সাদা কালো হবে।
আবার Ctrl+J চাপুন এবং আরেকটি লেয়ার বানান, তারপর Ctrl+I দিয়ে কালার উল্টে দিন বা ইনভারট করে দিন।
ব্লেন্ড মোড বদলে Color Dodge করে দিন।
এই অপশন সিলেক্ট করে দিন Filter>Blur> Gaussian Blur এবং Radius 8px করে ওকে ক্লিক করুন।
Ctrl+Shift+Alt+E দিয়ে নতুন একটি লেয়ার মারজ করুন, এবং Ctrl+J দিয়ে কপি করুন।
ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিন,এখন Ctrl + J দিয়ে লেয়ার বারবার কপি করতে পারেন স্কেচের লাইন স্ট্রং করতে।
সবচেয়ে উপরের লেয়ার হাইলাইট করুন, Shift চেপে ধরে background লেয়ারের আগের লেয়ারে ক্লিক করে সব লেয়ার সিলেক্ট করুন এবং Ctrl+E দিয়ে মারজ করে নিন।
এখন Shift+Ctrl+S চেপে ইমেজ সেভ করে দিন
+
Thanks.