Face Paint করা এত সহজ! চলুন মুখে Paint করি, দেশের পতাকা থেকে প্রিয় Cricket Team এর লোগো। এত সহজ যে এবার আপনিও পারবেন

Face Paint করা এত সহজ! চলুন মুখে Paint করি, দেশের পতাকা থেকে প্রিয় Cricket Team এর লোগো। এর থেকে আর সহজে Face Paint হয় না।

আমার সাথে ৫ মিনিটে Face Paint Artist হয়ে যান। Cricket থেকে ফুটবল টিভির পর্দায় বা মাঠে গেলে দেখা যায় নানা মানুষের নানা রকম সাজ পোশাক। কে কিভাবে support করছে তার প্রিয় টিম বা দেশ কে! কেউ পরছে রঙ বাহারি পোশাক। কেউ বা মুখে রঙ মেখেছে তার প্রিয় দলের লোগো দিয়ে। মাঠের চারপাশে নানা আর্টিস্ট দেখা যায় এই কাজে। স্বাধীনতা দিবস থেকে প্রজাতন্ত্র দিবস, অনেকে দেশের পতাকা নিজের মুখে আর্টিস্ট দিয়ে আঁকিয়ে নিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান। অনেকের ই ইচ্ছে হয় যদি আমি করাতে পারতাম! চলুন আজ আমি দেখাবো কিভাবে নিজের মুখে খুব সহজে পেন্ট করবেন। অন্য কারো মুখেও করাতে পারবেন। তাও মাত্র ৫ মিনিটে।দেখলে কেউ বিশ্বাস করবে না যে এটা আপনি বানিয়েছেন। কারন এটা এতই Perfect এবং অরিজিনাল। তাহলে আজকে চমকে দিন সবাইকে।

তবে এটা রিয়াল লাইফে বানাতে পারবেন না, যে কোন ছবিতে এই এফেক্ট দিতে পারবেন। আমি এটি ফটোশপের মাধ্যমে দেখাবো। আমি Face Paint নিয়ে অনেক Tutorial দেখেছি বেশির ভাগ Tutorial গুলো বেশ জটিল। মনে রাখা খুব কঠিন। বার বার অভ্যাস করলেও মনে থাকতে চায় না। বিশেষ করে যারা নতুন শিখছে তারা খুব নিরাশ হয়। তাই আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে Realistic output হবে।

Video Tutorial: Click Here

আরও ভিডিও Tutorial দেখুনঃ

নিজের যে কোনো ছবিকে বানিয়ে ফেলুন অরিজিনাল পেন্সিল স্কেচ। দেখলে মনে হবে একদম হাতে আঁকা। মাত্র ২ মিনিটে।

পেন্সিল স্কেচ ইফেক্ট তৈরি করুন খুব সহজে। দেখে মনে হবে একদম হাতে আঁকা। নিজের ছবি বা যে কোনো ছবিকে বানান। মাত্র ২ মিনিটে। ছবি নিয়ে কাজ করতে কার না ভালো লাগে। আমার মনে হয় আমরা সবাই ছবি তোলার পর সেটা এডিট করার চেষ্টা করি একটু হলেও করি। যদি সেটা আর একটু ভালো লাগে সেই আশায়। আর স্মার্ট ফোনের যুগে এটা আরও বেশি বেড়েছে। কারন ফটো এডিটর নেই এমন ইউজার খুব কমই মিলবে। ছবিতে নানা ধরনের ইফেক্ট দিই, যেমন সাদা কালো, ফ্রেম লাগানো, কালার ইফেক্ট। যত রকম করা যায় চেষ্টা করি।

Video Tutorial Link: Click Here

শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন। 

আমার YouTube Channel: Click Here

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস