আসসালামু আলাইকুম,
কেমন আছেন সকলে?
এবার আমি আপনাদের দুই মিনিটেই কিভাবে ছবির মাঝে নিজের মুখ বা অন্য কোন স্থান থেকে স্পট তোলার পদ্দতি
নমুনা | মডেলঃ অভ্রনীল তৈয়ব |
বেশ সোজা!
আপনারা এই টিউটোরিয়াল ফলো করলেই কাজটি বুঝে যাবেন।
১. ইমেজ লোড করুন
২. ক্লোন ষ্ট্যাম্প টুল সিলেক্ট করুন
৩. ছবির দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ (দাগের কাছাকাছি স্থান হলে ভালো হয়) এর উপর কার্সর রেখে Alt চেপে ধরে ক্লিক করুন, এতে ঐ স্থান কপি হয়ে যাবে। তবে এক স্থান সব যায়গায় প্লেস নাও হতে পারে। তখন যে স্থান হচ্ছে না, তার পাশ থেকে স্ট্যাম্প কপি করে নিতে হবে।
৪. এবার প্রয়োজন মতো দাগ ঢেকে ছবি সেভ করে নিন
(c) Tawsif's Editing
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।