Hair selection এত সহজ! সবচেয়ে সহজ পদ্ধতিতে Hair selection in Photoshop
ফটোশপ CS6 Tutorial. ছবিতে Background change করার সময় সব থেকে সমস্যা হল কোন ছবিতে যদি hair থাকে আবার যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে selection করতে খুব সমস্যা হয়। তাই আমি আজ দেখাবো কিভাবে খুব সহজে Hair selection করতে হয়। আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। মাত্র ৩ মিনিটে যে কোন Hair selection করতে পারবেন। আজ থেকে Hair selection করতে আর কোন সমস্যা হবে না। যারা Studio তে কাজ করেন তারা জানেন যে ফটোশপ শিখতে গেলে Hair selection টা শেখা কতটা দরকার।
আজ থেকে ইচ্ছে মত ছবি নিন আর Background change করুন। Hair selection এর ভয় তুড়ি মেরে উড়িয়ে দিন।
ভিডিও লিঙ্কঃ Click Here
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
Tattoo বানাবেন নাকি? চলুন ট্যাটু লাগাই খুব সহজে, চাইলে নিজের গায়ে লাগাতে পারেন ট্যাটু, একদম realistic Tattoo
আজকে আমার বিষয় Tattoo. আজ আমি দেখাবো কিভাবে ট্যাটু লাগাতে হয় যে কোন ছবিতে। তাও খুব সহজে আর খুব অল্প সময়ে। ১ মিনিটে আপনি ট্যাটু লাগাতে পারবেন আমার এই টিউটোরিয়াল দেখলে। আমি দুরকম পদ্ধতি দেখাব ট্যাটু লাগানোর। চলুন দেখা যাক কিভাবে করবেন?
আমার YouTube Channel: Click Here
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ।