চলুন ট্যাটু লাগাই খুব সহজে যে কোন ছবিতে, চাইলে নিজের গায়ে লাগাতে পারেন ট্যাটু, দেখলে মনে হবে একদম realistic.
আশা করি সবাই ভালো আছেন, আজকে আমার বিষয় Tattoo. আজ আমি দেখাবো কিভাবে ট্যাটু লাগাতে হয় যে কোন ছবিতে। তাও খুব সহজে আর খুব অল্প সময়ে। ১ মিনিটে আপনি ট্যাটু লাগাতে পারবেন আমার এই টিউটোরিয়াল দেখলে।
আমি দুরকম পদ্ধতি দেখাব ট্যাটু লাগানোর। চলুন দেখা যাক কিভাবে করবেন?
ছবি নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। ভাববেন না আমি পার্মানেন্ট কোনো ট্যাটু বানানোর কথা বলছি, মজা করতে পারেন ছবি নিয়ে। কাজ শেখা আর মজা দুটোইই হবে।
মানুষকে ভূত বানাতে চান নাকি? খুব সহজে বানিয়ে নিন কঙ্কাল বা skull ইফেক্ট যে কোনো মানুষের মুখে। দেখুন অর্ধেক মানুষ আর অর্ধেক কঙ্কাল
ভুতকে কে না ভয় পায়? মনে হয় সবাই ভয় পায়। অনেকে আবার বিশ্বাস করেন না, আবার অনেকের ভয়ানক বিশ্বাস। কথায় বলে বিস্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই তর্কে যাচ্ছি না।যে যার বিশ্বাস নিয়ে থাকুন, তবে আমি ভূত বানাতে পারি যে কোনো ছবিকে তাও খুব কম সময়ে। দেখলে হয়তো ভয় পেতেও পারেন। এটা এক ধরনের ইফেক্ট, যা দেখতে বেশ ভালোই লাগে। আর যারা ছবি নিয়ে কাজ করেন তাদের তো ছবির উপর না না রকম ইফেক্ট দিতে হয় প্রায়ই,
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
আমার YouTube Channel: Click Here
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।