মানুষকে ভূত বানাতে চান নাকি? খুব সহজে বানিয়ে নিন কঙ্কাল বা skull ইফেক্ট যে কোনো মানুষের মুখে। দেখুন অর্ধেক মানুষ আর অর্ধেক কঙ্কাল
ভুতকে কে না ভয় পায়? মনে হয় সবাই ভয় পায়। অনেকে আবার বিশ্বাস করেন না, আবার অনেকের ভয়ানক বিশ্বাস। কথায় বলে বিস্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই তর্কে যাচ্ছি না।যে যার বিশ্বাস নিয়ে থাকুন, তবে আমি ভূত বানাতে পারি যে কোনো ছবিকে তাও খুব কম সময়ে। দেখলে হয়তো ভয় পেতেও পারেন। এটা এক ধরনের ইফেক্ট, যা দেখতে বেশ ভালোই লাগে। আর যারা ছবি নিয়ে কাজ করেন তাদের তো ছবির উপর না না রকম ইফেক্ট দিতে হয় প্রায়ই,
আমি চার পাঁচটা ছবি নিয়ে এতি বানানোর চেষ্টা করেছি, যা সব গুলো নেট থেকে ডাউনলোড করা। দেখুন কিছু শিখুন আর হয়ে যান Creative. যাই হোক এবার দেখা যাক এটা কিভাবে বানানো যাবে।
আগেই বলে নিই, এটি একটি ফটোশপ ভিডিও টিউটোরিয়াল যা আমি CS6 দিয়ে করেছি। অনেকেই এই Skull ইফেক্ট বানান কিন্তু তার রেজাল্ট অতো ভালো আসে না আর অনেকটা দীর্ঘ প্রসেস আর জটিল ভাবে বানানো। আমি চেষ্টা করেছি কিভাবে খুব কম সময়ে একটা ভালো ইফেক্ট তৈরি করা যায়। আশা করি সবার ভালো লাগবে, আর যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এটি খুব ভালো একটি Tutorial, যা থেকে অনেক কিছু শেখা যাবে।
চলুন দেখা যাক ভিডিও টিউটোরিয়াল টিঃ Click Here
আমার আরও Photoshop Tutorial:
3d Anaglyph image ইফেক্ট বানান খুব সহজে যে কোনো ছবিকে ১ মিনিটে, আর মজা নিন 3D
ইমেজ নিয়ে নানা কাজ হয়, এখন আমরা 3D মুভি দেখি সিনেমা হলে কিংবা বাড়িতে বসে। অবশ্য এটার জন্য চশমা লাগে। আর সবকিছু মনে হয় আমরা যেন এক ড্রিম ল্যান্ড এ চলে গেছি, যেন স্বপ্নের এক সুন্দর জগত। সব কিছু বাস্তব মনে হয়। এখন 4D, 7D নানা technology চলে এসেছে। মানুষের গবেষণার শেষ নেই এই নিয়ে। এই প্রসঙ্গে অনেক সিনেমার নাম উঠে আসে যেমন The Amazing Spider, Life of Pi, Avatar, Gravity, Final Destination 5, Transformers: Dark of the Moon, Legend of the Guardians: The Owls of Ga'Hoole, The Nightmare Before Christmas ইত্যাদি।
ওজন কমাতে চান নাকি? "রোগা হবার সহজ উপায়!" আপনি ও পারবেন যে কাউকে ৫ মিনিটে রোগা করে দিতে।
আমি কোনো জিম Instructor নই। আমি কোন permanent solution দিতে পারব না, বা দেখাবো না। আমি দেখাবো টেম্পোরারি solution, যা দিয়ে বন্ধুদের অবাক করে দিতে পারবেন। আর ফেসবুক এর পেজ বা টাইম লাইন হিট করতে পারবেন, লাইক আর টিউমেন্ট এর ছড়া ছড়িতে আপনি নিজেও খুশি হয়ে যাবেন।
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
আমার YouTube Channel: Click Here
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদিও ইউটিব থেকে আয় করার ধাঁদা তবুও অনেক সুন্দর টিউন উপহার দিয়েছেন।