6 Pack abs বানানোর সহজ উপায়, গার্ল ফ্রেন্ড থেকে বন্ধু বান্ধব সবাইকে ইম্প্রেস করুন।
রোগা হলে চিন্তার শেষ থাকে না, নিজেকে খারাপ দেখায়। আবার অনেকে ভাবে- আমার যদি সুন্দর বডি থাকত! তাহলে ওকে ইম্প্রেস করতে পারতাম। বন্ধুদের কাছে হিরো হতে পারতাম। চলুন আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে 6 pack abs বানাবেন। তবে আগেই বলে নেই আমি কোনো জিম Instructor নই। আমি কোন permanent solution দিতে পারব না, বা দেখাবো না। আমি দেখাবো টেম্পোরারি solution, যা দিয়ে বন্ধুদের অবাক করে দিতে পারবেন। আর ফেসবুক এর পেজ বা টাইম লাইন হিট করতে পারবেন, লাইক আর টিউমেন্ট এর ছড়া ছড়িতে আপনি নিজেও খুশি হয়ে যাবেন। বন্ধুরা হিংসায় জ্বলবে! আর কথা চলুন দেখা যাক কিভাবে করবো। আম ফটোশপ CS5 নিয়ে এটা বানাবো খুব সহজে আর খুব কম সময়ে। আশা করি সবার ভালো লাগবে।
Video Link: Click Here
কি কেমন লাগলো? মনে হয় ভালো লেগেছে। আর সত্যি যদি এরকম বডি বানাতে হয়, তাহলে জিম জয়েন করুন, খেলা ধুলা করুন ভালো মন্দ খাওয়া দাওয়া করুন। সুস্থ থাকুন ভালো ত্থাকুন। আর কষ্ট করতে না চাইলে আমি তো আছি আর আমার টিঊটোরিয়াল আছে, দেখুন আর বানান 6 pack abs খুব সহজে। সমস্যা হলে আমাকে জানান।
আমার আরও Photoshop Tutorial:
পুরানো সাদা-কালো নষ্ট খারাপ ছিঁড়ে যাওয়া ছবিকে ৫ মিনিটে নতুন আর কালার ফুল করে তুলুন ম্যজিকের মত, আর চমকে দিন সবাই কে।
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
আমার YouTube Channel: Click Here
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very Good Video Tutorial 🙂 মাশা-আল্লাহ যদিও দরকার পড়বে না।