পুরানো সাদা-কালো নষ্ট খারাপ ছিঁড়ে যাওয়া ছবিকে ৫ মিনিটে নতুন আর কালার ফুল করে তুলুন ম্যজিকের মত, আর চমকে দিন সবাই কে।
আছে নাকি নষ্ট ছবি? যার অনেক টা নষ্ট হয়ে গেছে, কিংবা সাদা কালো ছবি যাতে আছে অনেক দাগ বা অনেকটাই খারাপ হয়ে গেছে। বা এমন কোন ছবি যা কেউ ছিঁড়ে দিয়েছে। আমার মনে হয় সবার কাছে আছে! হয়ত সেটা নিজের ছোট বেলার হতে পারে, কিংবা মা বাবার কিংবা ঠাকুরদা বা ঠাকুমার। পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। চলুন আজ আমরা ঠিক করব সেই পড়ে থাকা পুরানো সাদা-কালো ছিঁড়ে যাওয়া নষ্ট ফটো। ভাবছেন কিভাবে? আমি বলছি তো হয়ে যাবে শুধু আমাকে একটু সময় দিন আর আমার সাথে থাকুন, আমি দেখাবো কিভাবে করবেন। শুধু আপনাকে যা করতে হবে, পুরানো ছবিটার একটা Scan copy নিতে হবে। তাহলেই আপনি হয়ে যাবেন ম্যাজিক ম্যান। আপনার যাদুতে সবাই খুশি হয়ে যাবে। আর হেয়ালি নয়, চলুন করা যাক আসল কাজ।
ভিডিও লিঙ্কঃ Click here
স্কিন কালো? দাগ আছে? ২ মিনিটে নিজের কিংবা গার্ল ফ্রেন্ড এর মুখকে করে তুলুন soft কোমল অতুলনীয়
আপনার সব সাদা কালো ছবিকে রঙিন করে নিন ৫ মিনিটে, ম্যাজিক করে চমকে দিন সবাইকে
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফটোসপ পি এস টা দিলে ভালো হতো ,অনেকের কাছে ফটোসপ পি এস সফটওয়ার টা নেই।