অ্যাডবি ফটোশপ সম্পর্কে নতুন কিছু বলার নাই। ছবি এডিটিং এর ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। আমার মত সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রফেশনাল সবারই ফটোশপের প্রয়োজন হয়। ডিজাইনারদের জন্য ফটোশপের অ্যাডভান্স জ্ঞান থাকা অত্যন্ত জরুরী।
টিউটোরিয়ালের বিষয়ে লিন্ডা অতুলনীয়। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনফাইনিটস্কিলস এবং ইউডেমি যথেষ্ট কাজ করে যাচ্ছে। তবুও লিন্ডা তো লিন্ডা-ই।
ফটোশপ ওয়ান অন ওয়ান অ্যাডভান্সড সিএস৬ নিয়ে একটা টিউন হয়েছিল। এবার নিয়ে নিন সিসি এর।
টিউটোরিয়ালের ডাউনলোড ২ ভাগে বিভক্ত। একটাতে শুধু ভিডিও, অন্যটাতে সাবটাইটেল, ওয়ার্কিং ফাইলস ও ফোল্ডার আছে। এবার দেখে নিন টিউটোরিয়ালে কী কী থাকছে।
Topics include:
এরকম আরো টিউটোরিয়াল পেতে ভিসিট করতে পারেন এখানে।
আমি ghosthost। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
adobe after effect cc এর টিউটোরিয়াল থাকলে দেন please